shono
Advertisement

স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 05:14 PM Mar 04, 2023Updated: 05:15 PM Mar 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ব্যাংক অফ বরোদা। অ্যাকিউজিশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হল। শূন্যপদ ৫০০।

Advertisement

আবেদনের শর্ত:

  • যেকোনও শাখার স্নাতকরা আবেদন করতে পারেন।
  • আবেদনকারীর যেকোনও বেসরকারি ব্যাংক/ ব্রোকিং ফার্মস/ সিকিউরিটি ফার্ম/ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: দেশের সেবায় ভারতীয় সেনার ‘অগ্নিবীর’ হতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
www.bankofbaroda.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ দিন:
আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের ফি:

  • সাধারণ বা জেনারেল প্রার্থীদের ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।
  • তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের ফি ১০০ টাকা।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:

  • অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
  • ১০০ নম্বরের মোট ১০০টি প্রশ্ন থাকবে। সময় ৯০ মিনিট।
  • রিজনিং, ইংরাজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, জেনারেল নলেজের উপরেই প্রশ্ন থাকবে।
  • নেগেটিভ মার্কিং আছে।
  • লিখিত পরীক্ষায় সফলরা অংশ নিতে পারবেন গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, সাইকোমোট্রিক টেস্ট।

বিঃদ্রঃ-

  • পরীক্ষা হবে কলকাতায়।
  • ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল এবং জেরক্স কপি সঙ্গে রাখতে হবে।

[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement