সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল (ট্রেডসম্যান) পদে কর্মী নিয়োগ। শূন্যপদ মোট ১ হাজার ৪১০টি। বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, সিকিমে কর্মী নিয়োগ করা হবে। কবলার, টেলর, কুক, ওয়াটার কেরিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, টিনস্মিথ, আপহোলস্টার, পাম্প অপারেটার, ওয়েটার, মালি, খোজি, বুচার এবং ওয়েটার ট্রেডে কর্মী নিয়োগ করা হবে।
কারা আবেদনের যোগ্য?
- আইটিআই/ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা।
- যে ট্রেডে আবেদন করা হচ্ছে, সেই ট্রেডে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
শারীরিক মাপজোক:
পুরুষ:
লম্বা – ১৬৫ সেমি (তপশিলি: ১৬০ সেমি এবং পাহাড়ি এলাকা: ১৫৮ সেমি)
ছাতি – ৭৫ সেমি (না ফুলিয়ে) এবং ৮০ সেমি (ফুলিয়ে)
মহিলা:
লম্বা – ১৫৫ সেমি (তপশিলি: ১৪৮ সেমি এবং পাহাড়ি এলাকা: ১৪৭ সেমি)
[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]
বেতন:
২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন পাবেন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফশিলিরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
///rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
শারীরিক সক্ষমতার পরীক্ষা, উচ্চতা, বুকের ছাতি, ওজন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।