shono
Advertisement

CRPF Constable Recruitment: বিভিন্ন পদে সিআরপিএফে ৯ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
Posted: 04:34 PM Mar 26, 2023Updated: 04:35 PM Mar 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ। কনস্টেবল (টেকনিক্যাল এবং ট্রেডসম্যান) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ৯ হাজার ২১২। তার মধ্যে পুরুষ প্রার্থী ৯ হাজার ১০৫ এবং মহিলা ১০৭ জন। সোমবার থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। আবেদনের আগে জেনে নিন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮-২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে চালক হলে আবেদনকারীকে ন্যূনতম ১৮-২১ বছর বয়সি হতে হবে।

আবেদনের পদ্ধতি:
crpf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের শেষদিন:
আগ্রহীদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
জেনারেল বা সাধারণ আবেদনকারীদের ১০০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি, উপজাতি এবং মহিলা প্রার্থীদের আবেদনের কোনও ফি লাগবে না।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক পরীক্ষা এবং শারীরিক মাপজোকের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ১৩ জুলাই। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ২০-২৫ জুনের মধ্যে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য crpf.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement