shono
Advertisement

করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে মোটা বেতনে স্বাস্থ্যকর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না

আগ্রহী প্রার্থীদের আগামী ২ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
Posted: 06:17 PM Dec 19, 2020Updated: 06:17 PM Dec 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (District Health & Family Welfare Samiti, South Dinajpur) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সোশ্যাল ওয়ার্কার, নার্স, রেকর্ড কিপার, পিয়ার সাপোর্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল অফিসার, যোগা অ্যাসিস্ট্যান্ট, টারবোকিউলোসিস হেলথ ওয়ার্কার, ল্যাবরেটরি সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রুপ-ডি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী বছরের ২ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে হবে।

বেতন:
উপরোক্ত শূন্যপদগুলিতে নিযুক্তরা পদ অনুযায়ী প্রতি মাসে ১৩ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতন পেতে পারেন।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে উপকূল রক্ষী বাহিনীতে চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]

আবেদনের পদ্ধতি:
www.ddinajpur.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

তবে কবে, কোথায় ইন্টারভিউ হবে সে সংক্রান্ত তথ্যাদির জন্য প্রার্থীকে অবশ্যই www.ddinajpur.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ব্যাংক অফ ইন্ডিয়ায় মোটা বেতনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement