সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ব্যাংকে চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুযোগ। একাধিক বিভাগের শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইডিবিআই ব্যাংক। আগ্রহী প্রার্থী অনলাইনেই করতে পারেন আবেদন। আগামী ১২ ডিসেম্বর আবেদনের শেষ দিন।
ম্যানেজার – এগ্রিকালচার অফিসার
শূন্যপদ: ৪০টি
শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে কৃষি/ উদ্যান পালন/ পশু/মৎস্য/ দুগ্ধ প্রকল্প বিভাগে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. উপরোক্ত বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থী অগ্রগণ্য।
অভিজ্ঞতা:
ন্যূনতম ৪ বছর এই বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ নভেম্বর, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা বেতন হিসাবে পাবেন।
ডেপুটি জেনারেল ম্যানেজার – ফ্যাকাল্টি – বিহেভিয়েরাল সায়েন্সেস
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
মনস্তত্বে পোস্ট গ্র্যাজুয়েট কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা:
এই বিভাগে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ নভেম্বর, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫০ হাজার ৩০ টাকা থেকে ৫৯ হাজার ১৭০ টাকা বেতন হিসাবে পাবেন।
ম্যানেজার – ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট – ফ্রড অ্যানালিস্ট (মেকার)
শূন্যপদ: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোন শাখায় ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা:
ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ নভেম্বর, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা বেতন হিসাবে পাবেন।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার – ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট – ইনভেস্টিগেটর (চেকার)
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও শাখায় ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা:
যেকোন ব্যাংকে কাজ করার ন্যূনতম ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ নভেম্বর, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৪২ হাজার ২০ টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা বেতন হিসাবে পাবেন।
ডেপুটি জেনারেল ম্যানেজার – ট্রানজ্যাকশন মনিটরিং টিম – হেড
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
সিএ/এমবি করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা:
যেকোন ব্যাংকে কাজ করার ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ নভেম্বর, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ৩৫ থেকে ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫০ হাজার ৩০ টাকা থেকে ৫৯ হাজার ৪৯০ টাকা বেতন হিসাবে পাবেন।
আবেদনের পদ্ধতি:
www.idbibank.in এই ওয়েবসাইটের মাধ্যমে ১২ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীকে ব্যাংকে ৭০০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ব্যাংকে ১৫০ টাকা জমা দিতে হবে।
[আরও পড়ুন: স্নাতক হলেই রাজ্য পুলিশে মিলবে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
প্রার্থী নির্বাচন:
IDBI ব্যাংকের মুম্বইতে দপ্তরে গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
The post আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরি appeared first on Sangbad Pratidin.