সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি পেশায় একজন দন্ত চিকিৎসক? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) দন্ত চিকিৎসক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট শূন্যপদ ৩০টি। ২৭টি পদ পুরুষ এবং বাকি তিনটি পদ মহিলাদের জন্য সংরক্ষিত। আগ্রহী প্রার্থীকে আগামী ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
- ৫৫ শতাংশ নম্বর-সহ বিডিএস অথবা এমডিএস পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- স্টেট ডেন্টাল কাউন্সিল অথবা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় চিকিৎসক হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে।
[আরও পড়ুন: স্নাতক উত্তীর্ণ হলেই চাকরি পেতে পারেন কোল ইন্ডিয়ায়, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়সসীমা:
৩১ ডিসেম্বর, ২০২২ তারিখের নিরিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
আবেদনের পদ্ধতি:
jointerritorialarmy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীকে আগামী ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। সব শেষে প্রার্থীর মেডিক্যাল এক্সামিনেশন করা হবে।