shono
Advertisement
Higher Education Summit 2025

শিক্ষা ও শিল্পের সেতু নির্মাণে বড় উদ্যোগ JIS গ্রুপের

প্রতি বছরের মতো এবারও উচ্চশিক্ষা সম্মেলন ২০২৫-এর আয়োজন করা হয়।
Published By: Sayani SenPosted: 07:08 PM Jan 16, 2025Updated: 07:29 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা ও শিল্পে নতুনত্ব এবং সহযোগিতার সেতু নির্মাণের বিরাট উদ্যোগ। ভারতে উচ্চশিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে সুচিন্তিত ধারণা তুলে ধরার লক্ষ্যে উচ্চশিক্ষা সম্মেলন ২০২৫-এর আয়োজন। উদ্যোক্তা জেআইএস ইউনিভার্সিটি।

Advertisement

উচ্চশিক্ষা সম্মেলনকে কেন্দ্র করে চাঁদের হাট। সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির মহাসচিব ডঃ পঙ্কজ মিত্তাল, শিক্ষা ও অনুসন্ধানের উপাচার্য প্রদীপ্ত কুমার নন্দ, একেসি স্কুল আইটি-র ডিরেক্টর অধ্যাপক অম্লান চক্রবর্তী, মাইক্রোসফট ইন্ডিয়ার সিনিয়র এসকেলেশন ইঞ্জিনিয়ার শমীক মিশ্র, আইবিএমের এক্সিটিউটিভ আর্কিটেক্ট শুভেন্দু দে, জেআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চের ডিরেক্টর পদ্মশ্রী অজয় কুমার রায়, জেআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবেশ ভট্টাচার্য, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং।

ভারতের উচ্চশিক্ষা নিয়ে মূলত সম্মেলনে আলোচনা হয়। কীভাবে শিক্ষায় নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ করা যায়, গবেষণার মাধ্যমে কীভাবে উচ্চশিক্ষাকে আরও উন্নত করা যায়, গোটা বিশ্বের কাছে আধুনিক মোড়কে কীভাবে ভারতের উচ্চশিক্ষাকে পৌঁছে দেওয়া যায় - এরকমই একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, "উচ্চশিক্ষা সম্মেলন ২০২৫-এ ভারতের উচ্চশিক্ষা নিয়ে আলোচনা হয়। শিক্ষা ও শিল্পে নতুনত্ব এবং সহযোগিতার সেতু নির্মাণ করে এই সম্মেলন। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের প্রচেষ্টাকেও শক্তিশালী করা আমাদের লক্ষ্য।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিক্ষা ও শিল্পের সেতু নির্মাণে বড় উদ্যোগ JIS গ্রুপের।
  • প্রতি বছরের মতো এবারও উচ্চশিক্ষা সম্মেলন ২০২৫-এর আয়োজন করা হয়।
Advertisement