সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মজীবীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ (North Bengal Medical College & Hospital)। মেডিক্যাল অফিসার, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
কোন বিভাগে কত শূন্যপদ
মেডিক্যাল অফিসার: ৩টি
মেডিক্যাল টেকনোলজিস্ট: ১টি
স্টাফ নার্স: ২টি
আবেদনের যোগ্যতা:
মেডিক্যাল অফিসার:
- এমবিবিএস ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
মেডিক্যাল টেকনোলজিস্ট:
- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা/ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
স্টাফ নার্স
- ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত যেকোন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি/ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করতে পারেন।
- অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
[আরও পড়ুন: Govt Jobs 2021: কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, জেনে নিন খুঁটিনাটি]
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে আগ্রহীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
নোডাল অফিসার, আর্ট সেন্টার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, শুশ্রুতনগর, দার্জিলিং, পিন কোড: ৭৩৪০১২।
আবেদনপত্র জমার শেষ দিন:
২২ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।