shono
Advertisement

Breaking News

Staff selection commission

আপনি মাধ্যমিক পাশ? রয়েছে সরকারি চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

২৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন।
Published By: Tiyasha SarkarPosted: 08:58 PM Dec 20, 2025Updated: 08:58 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ২৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? নিয়োগের পদ্ধতিই বা কী? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূন্যপদ- ২৫৪৮৭

পদ
বিএসএফ- ৬১৬
সিআইএসএফ-১৪৫৯৫
সিআরপিএফ-৫৪৯০
এসএসবি-১৭৬৪
আইটিবিপি-১২৯৩
এআর (রাইফেলম্যান GD)-১৭০৬
এসএসএফ- ২৩

আবেদনের শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স- বয়স ন্যূনতম ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স হতে হবে ২৩ বছর। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থী নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি- প্রথমে https://ssc.gov.in-এই ওয়েবসাইটে যান। সেখানে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর অনলাইন ফর্ম পূরণ করুন। আবেদন মূল্য জমা দিন।

আবেদন মূল্য- সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য শূন্য।

আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১ টা পর্যন্ত। তবে আবেদন মূল্য জমা দেওয়ার সময়সীমা ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

তবে আবেদনের পূর্বে আরও খুঁটিনাটি তথ্য পেতে অবশ্যই নজর রাখুন  স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাধ্যমিক অথবা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  • বয়স ন্যূনতম ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স হতে হবে ২৩ বছর।
Advertisement