shono
Advertisement

SBI Recruitment 2023: SBI-তে আটশোরও বেশি কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Posted: 01:55 PM Mar 11, 2023Updated: 01:55 PM Mar 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিজনেস করেসপন্ডেন্ট ফেসিলিটেটর পদে কর্মী নিয়োগ করা হবে। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে মোট ৮৬৮টি শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

কারা আবেদনের যোগ্য:
অবসরপ্রাপ্ত, স্বেচ্ছাবসর নেওয়া ব্যাংক আধিকারিকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:

  • এসবিআইয়ে কর্মরতদের ক্ষেত্রে ৬০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • যাঁদের কর্মজীবন ৩০ বছরের। তাঁদের বয়স ৫৮ বছর হলেও আবেদনের যোগ্য।

[আরও পড়ুন: ফেসবুকে স্বেচ্ছামৃত্যুর পোস্ট গায়ক অনিন্দ্যর, ‘বন্ধু’কে সামলাতে কী করলেন ‘ক্যাকটাসে’র সিধু?]

আবেদনের পদ্ধতি:
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মার্চ থেকে আবেদন করতে পারবেন। ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

বেতন: 
এই শূন্যপদে কাজে যোগ দেওয়া প্রার্থীরা প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন পাবেন।

আবেদন সংক্রান্ত আরও তথ্যের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: বাইক রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, নিখোঁজ শিয়ালদহ আদালতের আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement