shono
Advertisement

রাজ্যে দেড় হাজারেরও বেশি শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত

আবেদন করতে ভুলবেন না।
Posted: 07:06 PM Jan 26, 2021Updated: 07:06 PM Jan 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Health Recruitment Board)। আপাতত চুক্তিভিত্তিতে মোট ১ হাজার ৬৪৭ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

শূন্যপদ:
মেডিক্যাল টেকনোলজিস্ট (Medical Technologist) পদে মোট ১ হাজার ৬৪৭ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ৬৩৩ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট (ওটি) পদে ৫৬৬ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইসিজি) পদে ২৮১ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার) পদে ১৬৪ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট (পি অ্যান্ড ও) পদে ২ জন এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ইইজি/ইএমজি) পদে মাত্র ১জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:
উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদনের জন্য অবশ্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও মেডিক্যাল টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা অথবা স্নাতক হতে হবে। কিংবা এক বছরের মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা হলে আবেদন করা যাবে।

[আরও পড়ুন: পুলিশের চাকরিতে যোগ দিয়ে রাজ্যকে অপরাধমুক্ত করতে চান? আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী ২১ থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী, তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

বেসিক পে:
উপরোক্ত শূন্যপদগুলিতে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ২৮ হাজার ৯০০ টাকা বেসিক পে পাবেন।

আবেদনের পদ্ধতি:
www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যে আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীকে ফি হিসাবে ব্যাংকে ১৬০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি কিংবা উপজাতির প্রার্থীদের কোনও ফি লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তবে কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত তথ্যের জন্য www.wbhrb.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.wbhrb.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে রাজ্য পুলিশে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement