সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি ইঞ্জিনিয়ারিং পাশ? সরকারি চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (West Bengal Police Housing & Infrastructure Development Corporation Limited)। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিস্টেম) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
বিই/বি.টেক/বিএসসি(ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি অথবা এমসিএ অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/আইটি অথবা ৫ বছর কাজের অভিজ্ঞতা-সহ বিসিএ’র ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: জাতীয় সংগীতের অবমাননা, শুভেন্দু-সহ ৫ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের]
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
//wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য //wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।