shono
Advertisement

Breaking News

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
Posted: 04:47 PM Feb 20, 2022Updated: 04:47 PM Feb 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে। আপাতত ৩ বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। দক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। আবেদনের আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
বিই/বিটেক/এম টেক/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে আপনি এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর অভিজ্ঞতা:
রাস্তা, আবাসন তৈরির কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

[আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াইয়ে হার, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর]

আবেদনকারীর বয়সসীমা:
১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে ২ বছর এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন ১০ বছরের ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://wbpdcl.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
আবেদনপত্র বাছাইয়ের পর ইন্টারভিউ নেওয়া হবে। তার মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। কবে, কোথায় নেওয়া হবে ইন্টারভিউ সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: প্রকাশ্যে আনিস খানের ময়নাতদন্তের রিপোর্ট, হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে তলব ভবানী ভবনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement