shono
Advertisement

Breaking News

এবার ৫০ হাজার টাকা তুললেও দিতে হবে কর!

ইন্টারনেটের যুগে ডিজিটাল লেনদেনর নিরিখে বর্তমানে অনেকটাই এগিয়ে দেশ৷ সেক্ষেত্রে এমন সিদ্ধান্তের কথা ভাবা যেতেই পারে বলে মনে করছেন চন্দ্রবাবু নাইডু৷ The post এবার ৫০ হাজার টাকা তুললেও দিতে হবে কর! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 AM Jan 25, 2017Updated: 04:03 AM Jan 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক থেকে ৫০ হাজার বা তার উর্ধ্বে টাকা তুললেই লেনদেন কর চালু করার ব্যবস্থা করা উচিত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থন জানিয়ে এমনই সুপারিশ দিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিচালিত একটি প্যানেল৷

Advertisement

(ভারত প্রকৃত বন্ধু, ফোন করে মোদিকে বার্তা ট্রাম্পের)

মঙ্গলবার মোদিকে এ বিষয়ে একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে ওই প্যানেল৷ তাদের সুপারিশ, ডিজিটাল ইকোনমিতে জোর দেওয়ার জন্য প্রয়োজন নগদ লেনদেনে লাগাম টানা৷ আর লেনদেনের উপর ট্যাক্সের বোঝা চাপলে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ক্যাশলেস লেনদেনের দিকে ঝুঁকতেই বাধ্য হবে৷ ২০০৫ সালে কংগ্রেসের জমানায় লেনদেনের উপর এই একই নিয়ম চালু করার পরিকল্পনা করেছিল ইউপিএ সরকার৷ তবে সে সময় প্রযুক্তির এহেন উন্নতি না ঘটায় সেই পরিকল্পনা দিনের আলো দেখেনি৷ ইন্টারনেটের যুগে ডিজিটাল লেনদেনের নিরিখে বর্তমানে অনেকটাই এগিয়ে দেশ৷ সেক্ষেত্রে এমন সিদ্ধান্তের কথা ভাবা যেতেই পারে বলে মনে করছেন চন্দ্রবাবু নাইডু৷

(নিছক মজা করতে বাঁদরের গালে থাপ্পড় কষাল যুবক, তারপর…)

করের পাশাপাশি কেন্দ্রকে প্যানেলের সুপারিশ, যাঁরা করের আওতায় বাইরে পড়েন অর্থাৎ যাঁদের আয় কম, তাঁদের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ভরতুকি দেওয়ার ব্যবস্থা করা উচিত৷ পাশাপাশি সম্পূর্ণ নিখরচায় ব্যাঙ্কগুলিকে ক্রেডিট ও ডেবিট কার্ড পরিষেবার বন্দোবস্ত করতে হবে৷ অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও ছাড় পেলে আম জনতার ক্যাশলেস লেনদেনে আগ্রহ বাড়বে বলে মত প্যানেলের৷ তাদের পরামর্শ, প্রতিটি রাজ্যের সরকারকেই আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া উচিত৷ আর আধার কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা করলে তা আরও ফলপ্রসূ হবে৷ মুখ্যমন্ত্রীর আশা, আসন্ন কেন্দ্রীয় বাজেটে এই সব সুপারিশগুলি তুলে ধরা হবে৷

The post এবার ৫০ হাজার টাকা তুললেও দিতে হবে কর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement