সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মৌলানা তৌকির রাজার উসকানিতে পুলিশের মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছি উত্তেজিত জনতা। ২৬ সেপ্টেম্বর বরেলি হিংসার সেই ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিল যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। এর মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত মৌলানাও।
উত্তরপ্রদেশের পুলিশের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মৌলানার নির্দেশেই দু'জায়গায় পুলিশকে আক্রমণ করে হিংসাত্মক জনতা। এইসঙ্গে মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়। এসপি মানুষ পারিক সাংবাদিকদের বলেন, শহরে হিংসার সঙ্গে সম্পর্কিত ১০টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। নতুন মামলায় বারাদারি থানায় অভিযোগ দায়ের হয়েছে তৌকির রাজা খান, মহম্মদ আজম, ফারহাত খান, মইন খান, উমেদ, মুস্তাকিম, আরওয়াজ, নাজিম রাজা খান, মহসিন প্রমুখের বিরুদ্ধে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বরেলিতে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে গত সেপ্টেম্বর মাসে। বিক্ষোভের সময় ভাঙচুর, পাথর ছোঁড়া এবং পুলিশের ওপর গুলি চালানোর মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে পুলিশ ১,৭০০ অজ্ঞাত এবং কয়েকজনের নাম উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে ১০টি এফআইআর দায়ের করেছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
