shono
Advertisement
Madhya Pradesh

মত্ত বিজেপি নেতার গাড়ির চাকায় পিষে গেল শিশু! পালাতে 'সাহায্য' পুলিশের, ক্ষুব্ধ জনতা

স্থানীয়দের অভিযোগ, ওই নেতাকে পালাতে সাহায্য করেছে পুলিশ।
Published By: Anustup Roy BarmanPosted: 07:49 PM Dec 27, 2025Updated: 07:49 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের মোরেনা জেলায় বড় দুর্ঘটনা। মত্ত বিজেপি নেতার গাড়ির চাকায় পিষে গেল এক শিশু-সহ দু'জন। গুরুতর আহত তিন। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মোরেনার পোরসা-জোতাই রোডে বাইপাস মোড়ের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বিজেপির পোরসা গ্রামীণ যুব ইউনিটের প্রেসিডেন্ট দীপেন্দ্র ভাদোরিয়া গাড়িটি চালাচ্ছিলেন। জানা গিয়েছে, ধাক্কা এতটাই তীব্র ছিল যে, রাস্তার উপর কয়েক ফুট ছিটকে পড়েন সকলে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই বিজেপি নেতা মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়িটি নিয়ে ধাক্কা দেন তাঁদেরকে।

দুর্ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় মানুষ। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে। জানা গিয়েছে, তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও, কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত নেতা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। এই নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।

এই খবর সামনে আসতেই নতুন করে মাথাচাড়া দেয় উত্তেজনা। পোরসা-জোতাই রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, ওই নেতাকে পালাতে সাহায্য করেছে পুলিশ। সমস্যা এতটাই বেড়ে যায়, আহতদের মধ্যে একজন দাবি করেন, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি চিকিৎসা করাবেন না।

এই ঘটনার খবর পেয়ে এসডিওপি রবি ভাদোরিয়া ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি। এর পরেই অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই বিজেপি নেতার খোজে তল্লাশি শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যপ্রদেশের মোরেনা জেলায় বড় দুর্ঘটনা।
  • মত্ত বিজেপি নেতার গাড়ির চাকায় পিষে গেল এক শিশু।
  • গুরুতর আহত তিন।
Advertisement