shono
Advertisement

Breaking News

NEET exam paper leak case

নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ সিবিআইয়ের, অভিযুক্ত ১৩

চলতি বছরের ৫ মে, ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে ফাঁস হয়েছিল প্রশ্নপত্র। এর নেপথ্যে অন‌্যতম মাস্টারমাইন্ড ছিল পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিল।
Published By: Biswadip DeyPosted: 11:34 PM Aug 01, 2024Updated: 11:38 PM Aug 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। মোট ৬ ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে এমনটাই জানা গিয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

Advertisement

নিট-ইউজি ২০২৪-এর প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল দেশ। ইতিমধ্যে এই ঘটনায় দেশের বিভিন্ন রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে সিবিআই (CBI)। এই কাণ্ডে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল বিহারের শাস্ত্রীনগর থানায়। সেটা ৫ মে। দেড়মাস পরে ২৩ জুন তদন্তভার পায় সিবিআই। তার পর থেকে সিসিটিভি ফুটেজ বা টাওয়ার লোকেশনের পাশাপাশি এআইকে কাজে লাগিয়েও তথ্যপ্রমাণ জোগাড়ের মরিয়া প্রয়াস করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেবল বিহার থেকেই গ্রেপ্তার হয়েছেন ১৫ জন। তদন্ত সম্পূর্ণ হলে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে বলে জানা যাচ্ছে।

চলতি বছরের ৫ মে, ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে ফাঁস হয়েছিল প্রশ্নপত্র। এর নেপথ্যে অন‌্যতম মাস্টারমাইন্ড ছিল পঙ্কজ কুমার ওরফে আদিত‌্য ওরফে সাহিল। তবে তার সঙ্গে এই দুষ্কর্মে জড়িত ছিল স্কুলের অধ‌্যক্ষ, সহকারী অধ‌্যক্ষ এবং আরও এক সহযোগী। সিবিআই জানিয়েছে, তদন্তে নেমে তাদের হাতে কিছু আধপোড়া প্রশ্নপত্র আসে। সেই সূত্র ধরেই তারা ওই স্কুলের খোঁজ পায়। আরও জানা গিয়েছে যে, সেদিন ট্রাঙ্কে করে প্রশ্নপত্র ওই স্কুলে আনা হয়েছিল এবং ৫ মে সকালে কন্ট্রোল রুমে রাখা হয়েছিল। আর সেই সূত্র ধরেই ধীরে ধীরে তদন্তে গতি আনে সিবিআই।

[আরও পড়ুন: পদ্মে নাম লেখালেই রাজ্যসভায় অধীর! গেরুয়া শিবিরের আমন্ত্রণে এবার কি ত্রিপুরাবাসী হবেন?]

গত ৫ মে NEET-UG পরীক্ষা হয়। ফল প্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের (NEET exam paper leak case) অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

[আরও পড়ুন: ‘আমরা রিল বানাই না, কঠোর পরিশ্রম করি’, বিরোধীদের ‘রিল মিনিস্টার’ কটাক্ষের জবাব রেলমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই।
  • মোট ৬ ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে।
  • ২৩ জুন এই মামলার তদন্তভার পায় সিবিআই।
Advertisement