সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে থরে থরে সাজানো নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। একদিকে মানুষ যখন টাকার অভাবে নাজেহাল সেখানে অন্যদিকে এত নতুন টাকা কিছু মানুষের হাতে কেমন করে আসল তা নিয়ে সকলের মনেই জেগেছে প্রশ্ন।
নোট বাতিলের পরবর্তী সময়ে কালো টাকা বদলে নতুন নোট আমদানির ক্ষেত্রে যে ধরনের আর্থিক কারচুপি চলছে, তার সন্ধান করতে গিয়েই সিবিআইয়ের হাতে ধরা পড়ল কলকাতার এক ব্যাঙ্ক কর্মী। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কলকাতার একটি ব্রাঞ্চের ক্যাশিয়ারের বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগে মামলা দায়ের করল সিবিআই।
জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা’র ওই কর্মীর বিরুদ্ধে কালো টাকা বদল করে নতুন নোট পাচারের অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতর পরিচয় সম্পর্কে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।