সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) পর এবার তাঁর ছবির প্রযোজককে তলব সিবিআইয়ের। গরুপাচার কাণ্ডের তদন্তে ডাকা হয়েছে তাঁকে। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এর আগে দেবকেও জেরা করে সিবিআই।
জানা গিয়েছে, দেব অভিনীত একটি জনপ্রিয় ছবির সহ প্রযোজক পিণ্টু মণ্ডল। তাঁকেই জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, গরুপাচারকারীরা টলিউডে আর্থিক বিনিয়োগ করেছে কিনা, সে বিষয়টিই ভাবাচ্ছে আধিকারিকদের। এ বিষয়ে পিণ্টু মণ্ডলকে জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে যান কিনা ওই সহ প্রযোজক, সেদিকে নজর রয়েছে সকলের।
[আরও পড়ুন: দৌড় থেমে গেল সত্তরে, প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত]
গত ১৪ ফেব্রুয়ারি একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করে সিবিআই। তবে সিবিআই হাজিরা এড়ান তিনি। অনুব্রত মণ্ডলের আইনজীবী আরও কিছুটা সময় চান। আবেদন মঞ্জুর করে আগামী ২৫ ফেব্রুয়ারি তৃণমূল নেতাকে ফের হাজিরার নির্দেশ তদন্তকারীদের।