সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করল CBSE। এবারে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৯৮ শতাংশ। আগেরবারের থেকে ০.৬৫ শতাংশ বেশি। গত বছর পাশের ছিল ৮৭.৩৩ শতাংশ।
সিবিএসই-র এক আধিকারিক জানিয়েছেন, এ বছর মোট ১৬ লক্ষ ২১ হাজার ২২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১৪ লক্ষ ২৬ হাজার ৪২০ জন। পাশের হারে মেয়েরা টেক্কা দিয়েছেন ছেলেদের। ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯১.৫২ শতাংশ।
[আরও পড়ুন: ‘পার্থ ভৌমিককে ভোট দিন’, রাজের সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে গলা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা!]
সোমবার দুপুর ১২টা থেকে ফলাফল দেখানো হবে অনলাইনে। CBSE'র অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in, এবং results.cbse.nic.in - লগ ইন করে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। উমঙ্গ অ্যাপ, digilocker অ্যাপেও ফলাফল দেখা যাবে। এই ওয়েবসাইট গুলিতে রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড নম্বর লিখে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে। সেখান থেকে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে।