সৌরভ মাজি, বর্ধমান: ফের বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল বিল্ডিংয়ের চাঙড়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল স্টেশন চত্বরে। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কর্মীদের একাংশ।
জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের(Barddhaman Station) মূল প্রবেশ দ্বারের সঙ্গেই রয়েছে আরএমএস বিল্ডিং। অন্যান্যদিনের মতোই সোমবার সকালে সেখানকার কর্মীরা গিয়ে দেখেন ভেঙে পড়েছে চাঙড়। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে চাঙড়ের টুকরো। তবে দুর্ঘটনার সময় অফিসে কেউ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এদিন কর্মীরা বিষয়টা দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হন আরএমএস বিল্ডিংয়ের কর্মীরা। অবিলম্বে বিল্ডিংটি মেরামতের আরজি জানান।
[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে বিচারপতিদের সংঘাত, মেডিক্যাল মামলা নিজের হাতে নিল সুপ্রিম কোর্ট]
এবিষয়ে আরএমএস ইন্সপেক্টর পৌলমী বসু বলেন, “আমাদের এই বিল্ডিংটি বহু পুরনো। একাধিকবার মেরামতের কথা বলা হয়েছে। কাজের প্রস্তুতিও নেওয়া হয়েছে। তারই মাঝে এদিনের দুর্ঘটনা। অফিস টাইমে হলে বড়সড় ক্ষতি হবে পারত। আমরা আবারও মেরামতের কথা বলেছি। দেখা যাক কী হয়।” এবিষয়ে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। অনেক পুরনো বিল্ডিংটি। মেরামত শুরু হয়েছে।” প্রসঙ্গত, বর্ধমান স্টেশনে দুর্ঘটনা এই প্রথম নয়। ২০২০ সালে ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ, পরে ওই স্টেশনের নতুন তৈরি পোর্টিকোর ফলস সিলিং ভেঙে পড়ে। গতবছর জলের ট্যাঙ্ক ভেঙে ভয়ংকর দুর্ঘটনা ঘটে ওই স্টেশনেই। তবে ভেঙে পড়ল চাঙড়।