shono
Advertisement

Breaking News

জঙ্গি হামলার হুমকি উড়িয়েই নিলাম হবে লিথিয়াম খনি, সিদ্ধান্ত কেন্দ্রের

দেশের প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছে কাশ্মীরে।
Posted: 01:57 PM Mar 14, 2023Updated: 01:57 PM Mar 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই দেশের প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছিলে জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)। এবার সেই খনি নিলামে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই নিলামের যাবতীয় দায়িত্ব নেবে কাশ্মীরের প্রশাসন, সেই কথাও ঘোষণা করেছেন খনি মন্ত্রী।

Advertisement

সোমবার সংসদে দাঁড়িয়ে খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন,”কয়েকদিন আগেই কাশ্মীরে লিথিয়াম খনি (Lithium) পাওয়া গিয়েছে। সেখানকার সম্পদ যেন সঠিকভাবে ব্যবহার করা যায়, সেই জন্য ওই খনি নিলামে তোলা হবে। জম্মু কাশ্মীর প্রশাসন ঠিক করবে, কবে এই খনির নিলাম হবে।” জানা গিয়েছে, প্রায় ৫৯ লক্ষ টন সম্পদ মজুত রয়েছে কাশ্মীরের এই খনিতে।

[আরও পড়ুন: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কেন্দ্রের অতিরিক্ত ক্ষতিপূরণের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

যদিও লিথিয়াম খনির সন্ধান মেলার পর থেকেই কাশ্মীরে নাশকতার ঘটনা বাড়বে বলে অনুমান। সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গী সংগঠন PAFF-এর তরফে হুমকি দিয়ে বলা হয়, এই লিথিয়াম খনি আসলে কাশ্মীরের নিজস্ব সম্পদ। বাইরের কোনও শক্তি যেন এই সম্পদে থাবা বসাতে না পারে, সেই জন্য কাশ্মীরবাসীকে সতর্ক থাকতে হবে।

সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের কোনও একটি জায়গা থেকে চিঠি লেখা হয়েছে। তাতে স্পষ্ট করে উল্লেখ, জইশের সঙ্গী এই সংগঠনটি উপত্যকার উন্নতি সাধন করবে এবং কোনও ভারতীয় সংস্থা যাতে তাদের ‘নিজেদের’ প্রাকৃতিক সম্পদ তুলে নিয়ে যেতে না পারে, সেই ব্যবস্থাও করবে। কেউ সে কাজ করলে তাদের উপর হামলা হবেই। এহেন পরিস্থিতিতেই লিথিয়াম খনির নিলামের বিষয়টি ঘোষণা করল কেন্দ্র। 

[আরও পড়ুন: করোনাকালে মাধ্যমিকে বসতে হয়নি, HS দিতে পরীক্ষা কেন্দ্রের বদলে নিজের স্কুলেই হাজির ছাত্রী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement