shono
Advertisement

Breaking News

ইস্তফা দিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর

আইনি পথেই লড়াইয়ের বার্তা৷ The post ইস্তফা দিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Oct 17, 2018Updated: 06:05 PM Oct 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিতর্কের পর অবশেষে বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত এম জে আকবর৷ প্রখ্যাত এই সাংবাদিকের ইস্তফা দেওয়া নিয়ে আগেই গুঞ্জন শুরু হয়েছিল রাজনৈতিক মহলে৷ শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নাকি আগেই নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন  আকবর৷ যদিও সরকারের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি আগে৷ তবে বুধবার এই বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ্যে এসেছে৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে এম জে আকবরের ইস্তফাপত্রের প্রতিলিপিও৷

Advertisement

[সবরীমালা নিয়ে অশান্তির মধ্যেই বিদেশে পাড়ি বিজয়নের, তুঙ্গে বিতর্ক]

#MeToo অভিযান ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে দেশে৷ একে একে সেই তিরে বিদ্ধ হচ্ছেন রাজনীতি  থেকে সিনেমা  এবং  সংবাদ জগতের তাবড় তাবড় ব্যক্তিত্বরা৷ এম জে আকবরের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক মহিলারা৷ অভিযোগকারিণী প্রায় সকলেই কোনও না কোনও সময়ে এম জে আকবরের অধীনে কাজ করেছেন৷ তাঁদের অভিযোগ, একাধিকবার বলপূর্বক তাঁদের যৌন হেনস্তা বা শ্লীলতাহানি করেছেন বিদেশমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম জে আকবর৷ প্রথমে চুপ থাকলেও গত সপ্তাহে বিদেশ থেকে ফিরে এই বিষয়ে মুখ খোলেন প্রখ্যাত এই সাংবাদিক৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দেন তিনি৷ হুঁশিয়ারি দেন আইনি পদক্ষেপ নেওয়ারও৷ ইস্তফাপত্রেও এই বিষয়টি উল্লেখ করেছেন এম জে আকবর৷  জানিয়েছেন, আইনি পথেই পরিস্থিতির মোকাবিলা করবেন৷ সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও৷

[কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্যে, যৌথ অভিযানে নিকেশ ৩ জেহাদি]

এদিকে মোদি সরকারের মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা৷ নৈতিকতার বিচারে আকবরের পদত্যাগ করা উচিত বলে দাবি তাঁদের৷ কেবল বিরোধীরাই নয়, বিজেপির অন্দরেও আকবরকে নিয়ে মতান্তর তৈরি হয়েছে৷ প্রকাশ্যে মুখ না খুললেও অনেকেই এই অভিযোগকে গুরুতর বলে মনে করছেন৷ যদিও দলীয় তরফে বিজেপি আগে জানায় যে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আকবরকে ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে চাপে রাখতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিরোধীরা৷ লোকসভার আগে কেন্দ্রীয় মন্ত্রীর নামে যৌন হেনস্তার অভিযোগ ওঠার বিষয় আসন্ন নির্বাচনে তাঁদের অনেকটাই ব্যাকফুটে ফেলতে পারে বলে আশঙ্কা করছে পদ্ম শিবিরও৷

 

 

The post ইস্তফা দিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement