shono
Advertisement

৩ বছরে সোশাল মিডিয়া থেকে কত পোস্ট সরানো হয়েছে? অভিষেকের প্রশ্নের সদুত্তর নেই কেন্দ্রের কাছে

সোশাল মিডিয়ায় পোস্ট সরানো নিয়ে সদুত্তর নেই কেন্দ্রের কাছে।
Published By: Subhajit MandalPosted: 04:31 PM Mar 19, 2025Updated: 08:02 PM Mar 19, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: কখনও জাতীয় সংহতিতে বিপদের আশঙ্কা, কখনও দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ। কেন্দ্রের নির্দেশে হুটহাট করে সরিয়ে দেওয়া হয় সোশাল মিডিয়া পোস্ট। সেই সংখ্যাটা কত? তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের কোনও জবাবই দিতে পারল না কেন্দ্র। তৃণমূল সূত্রের খবর, যে জবাব কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নন। এ নিয়ে স্পিকারকে চিঠিও লিখবেন তিনি। 

Advertisement

সংসদে এক লিখিত প্রশ্নে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের কাছে অভিষেক জানতে চান, "গত তিন বছরে সোশ্যাল মিডিয়া সাইট এক্স এবং মেটা থেকে কতগুলো পোস্ট সরানোর নোটিস দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে? সেই নির্দেশ মতো কতগুলি পোস্ট সরানো হয়েছে?" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও জানতে চান, ওই পোস্টগুলি সরানোর নেপথ্যের কারণ কী ছিল? তাছাড়া, এভাবে পোস্ট সরানোর ক্ষেত্রে বাক স্বাধীনতার অধিকার কীভাবে নিশ্চিত করা হয়?

অভিষেকের প্রশ্নের উত্তরে দেশের জাতীয় সংহতি, সুরক্ষা নিয়ে বড়বড় কথা বললেও আসল তথ্যটি দিতে পারেনি মোদি সরকার। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা লিখিত প্রশ্নের জবাব আসল উত্তরটাই এড়িয়ে গিয়েছেন। তাঁর বক্তব‍্য, "দেশের সার্বভৌমত্ব, শালীনতা এবং নীতিবোধ রক্ষা, আদালতের অবমাননা ঠেকানো, বন্ধুত্বপূর্ণ পড়শি দেশের সম্মানরক্ষা এবং এমন কিছু তথ‍্য যা দেশের স্বার্থে প্রকাশ করায় বিধিনিষেধ রয়েছে, এমন সমাজমাধ‍্যমের পোস্টকেই সরানোর জন‍্য নোটিস দেওয়া হয় আইন মেনে মেনে। সংশ্লিষ্ট মন্ত্রক, রাজ‍্য এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিই এ ধরনের নোটিস ইস্যু করে।" কিন্তু গত তিন বছরে ঠিক কত পোস্ট সমাজমাধ‍্যম থেকে সরানো হয়েছে, সে সংখ‍্যা প্রকাশ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কখনও জাতীয় সংহতিতে বিপদের আশঙ্কা, কখনও দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ।
  • কেন্দ্রের নির্দেশে হুটহাট করে সরিয়ে দেওয়া হয় সোশাল মিডিয়া পোস্ট।
  • সেই সংখ্যাটা কত? তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের কোনও জবাবই দিতে পারল না কেন্দ্র।
Advertisement