shono
Advertisement
Delhi

সুর নরম করে ভারতকে বিশেষ ছাড় ট্রাম্পের! শুল্ক যুদ্ধের আবহে দিল্লিতে বাণিজ্য বৈঠকে মার্কিন প্রতিনিধিরা

বৈঠকে একাধিক পণ্যে ভারতের বাজারে প্রবেশাধিকার চাইতে পারে আমেরিকা।
Published By: Amit Kumar DasPosted: 11:08 AM Mar 26, 2025Updated: 11:17 AM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে চলতে থাকা শুল্ক যুদ্ধের আবহে বুধবার দিল্লিতে বাণিজ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রতিনিধিরা। জানা যাচ্ছে, ভারত ও আমেরিকার বাণিজ্য বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি শুল্ক ছাড় ও দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা সরাতে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে। আলোচনা সদর্থক পথে এগোলে ভারতের জন্য শুল্কে বিশেষ ছাড় ঘোষণা করতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দায়িত্বভার নেওয়ার পরই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের সলতেয় আগুন দিয়েছেন। পারস্পরিক শুল্ক তো বটেই, চলছে প্রতিশোধ মূলক শুল্ক আরোপের প্রক্রিয়া। অতীতের নমনিয়তা ছুড়ে ফেলে সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন ভেনেজুয়েলার থেকে যে দেশ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে, সেই দেশ আমেরিকায় বাণিজ্য করতে এলে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। তাৎপর্যপূর্ণভাবে ভেনেজুয়েলার রপ্তানিকৃত তেলের অর্ধেক তেল ভারত কেনে। সরাসরি ভারতের নাম করে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ভারত আমাদের উপর যত পরিমাণ শুল্ক চাপায়, ঠিক ততটাই শুল্ক চাপাবে আমেরিকা। আগামী ২ এপ্রিল থেকে লাগু হচ্ছে এই নয়া শুল্ক নীতি। তার ঠিক আগেই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ভারতের এই বাণিজ্য বৈঠক নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে আজ দিল্লিতে হতে চলা এই বৈঠকের আগেই অবশ্য আমেরিকার প্রতি নমনীয় হওয়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি লোকসভায় দেশের বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন ২০২৩ সালে ভারতের সরল গড় শুল্ক হার ছিল ১৭ শতাংশ। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটের পরে সরল গড় শিল্প শুল্ক ১০.৬৬-এ কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি, ইন্টারনেটে বিজ্ঞাপন দেওয়ার জন্য যে ৬ শতাংশ কর বসত সেটাও তুলে নেওয়া হয়েছে। এই কর বসে প্রধানত ইলন মাস্কের এক্স, গুগল এবং মেটার উপরে।

রয়টর্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকা থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলারের পণ্যে ৫৫ শতাংশের উপর শুল্ক কমাতে রাজি হতে পারে ভারত। বিনিময়ে আমেরিকা গোটা বিশ্বের উপর যে প্রতিশোধ মূলক কর চাপাচ্ছে তা ভারতের উপর থেকে তুলে নেওয়ার প্রস্তাব রাখা হতে পারে। পাশাপাশি এই বৈঠকে অটোমোবাইল, হুইস্কি এবং কিছু কৃষি পণ্য-সহ একাধিক পণ্যের জন্য ভারতের বাজারে প্রবেশাধিকার চাইতে পারে আমেরিকা। সবমিলিয়ে আগামী ২ এপ্রিল ট্রাম্পের শুল্কের খাড়া নামার আগে বাণিজ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদলের এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বজুড়ে চলতে থাকা শুল্ক যুদ্ধের আবহে বুধবার দিল্লিতে বাণিজ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রতিনিধিরা।
  • শুল্ক ছাড় ও দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা সরাতে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে।
  • ট্রাম্প প্রশাসনের তরফে চাপানো শুল্ক কমানোর বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা।
Advertisement