সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৫৮ লক্ষ পেনশনভোগীদের সুখবর জানাতে চলেছে কেন্দ্র৷ চলতি মাসের শেষ দিকেই তাঁদের ডিএ বাড়তে চলেছে ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত৷ রবিবার খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ পয়লা জানুয়ারি, ২০১৭ থেকে বাড়তি মহার্ঘ ভাতা মিলবে৷
যদিও এই ডিএ বৃদ্ধিতে সন্তুষ্ট নয় শ্রমিক সংগঠনগুলি৷ তাদের দাবি, মূল্যবৃদ্ধির রেশ ঠেকাতে এই সামান্য বাড়তি ডিএ কোনও প্রভাব ফেলবে না৷ কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট কে কে এন কুট্টি পিটিআইকে জানিয়েছেন, প্রস্তাবিত শর্ত অনুযায়ী ডিএ বৃদ্ধি না হওয়ায় কর্মচারীরা হতাশ৷ যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই হারে ডিএ বৃদ্ধি হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি৷ তাঁদের দাবি, অন্তত ৪.৯৫ শতাংশ ডিএ বৃদ্ধি করুক কেন্দ্র৷ যদিও গতবছরের অক্টোবর মাসেই ২ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র৷ ১ জুলাই, ২০১৬ থেকেই বাড়তি ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ এবার আরও ২ শতাংশ বাড়ানো হচ্ছে৷
(চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন)
The post চলতি মাসেই ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের appeared first on Sangbad Pratidin.