shono
Advertisement

সেনা ব্যারিকেড ভাঙতে সফল মহামেডান

ঘরোয়া লিগে গত চারবারের সাক্ষাতে প্রথমবার সেনাদের পরাস্ত করতে পেরেছে মহামেডান৷ The post সেনা ব্যারিকেড ভাঙতে সফল মহামেডান appeared first on Sangbad Pratidin.
Posted: 12:29 AM Aug 06, 2016Updated: 10:38 PM Aug 05, 2016

মহামেডান – ১ (মনবীর)     আর্মি একাদশ – ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগের প্রথম ম্যাচ মানে তার সবসময় একটা আলাদা গুরুত্ব থাকে৷ জয় দিয়ে মরশুম শুরু করতে পারলে ফুটবলাররা মানসিকভাবে বেশ চাঙ্গা থাকে৷ আর্মি একাদশের বিরুদ্ধে মাঠে নামার আগে ঠিক এই কথাগুলিই বলেছিলেন মহামেডানের হেড কোচ মৃদুল বন্দোপাধ্যায়৷ অর্থাৎ জয় ছাড়া তাঁর মাথায় আর কিছুই ছিল না৷ শুক্রবার রানা, দীপঙ্কররা কোচকে একেবারেই হতাশ করেননি৷ মূল্যবান তিনটি পয়েন্ট ঝুলিতে ভরেই কলকাতা লিগের অভিযান শুরু করল শতাব্দী প্রাচীন ক্লাব৷

গত মরশুমে আর্মি ব্যারিকেড ভাঙতে পারেনি মহামেডান৷ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল ম্যাচ৷ তাই এবার তাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণ শানিয়েছিলেন ফুটবলাররা৷ যার ফসল হিসেবে ১৪ মিনিটেই এসে গেল প্রথম গোলটি৷ নীতেশের পাস থেকে বাঁ-পায়ের জোড়ালো শটে বল আর্মির জালে ঢুকিয়ে দিলেন মনবীর সিং৷ কিন্তু ওখানেই শেষ৷ আর গোলের মুখ খুলতে পারেনি সাদা-কালো ব্রিগেড৷ যদিও অনায়াসেই গোলের সংখ্যা বাড়ানো যেত৷ ডোডোজ এদিন যে সুযোগ হাতছাড়া করলেন, তাতে তাঁর আঙুল কামড়ানো ছাড়া আর কিছু করার নেই৷ আজ রাতে হয়তো ঘুমও হবে না তাঁর৷ ৭০ মিনিটে ফাঁকা গোল পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ তিনি৷

দল জিতলেও ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব বেশ স্পষ্ট৷ পাসিং ফুটবল খেলতেও দেখা গেল না তাঁদের৷ মৃদুল অবশ্য বলছেন, লাগাতার বৃষ্টির জন্যই ফুটবলাররা পাসিং ফুটবল খেলতে পারেননি৷ এদিকে, প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেক বেশি লড়াই করলেন সেনারা৷ ঘরোয়া লিগে গত চারবারের সাক্ষাতে প্রথমবার সেনাদের পরাস্ত করতে পেরেছে মহামেডান৷ স্বাভাবিকভাবে উপস্থিত ভক্তেরা দিনের শেষে হাসি মুখেই বাড়ি ফিরলেন৷

The post সেনা ব্যারিকেড ভাঙতে সফল মহামেডান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement