shono
Advertisement
Babar Azam

'প্রথম থেকেই ভণ্ড', বাবরকে তুলোধোনা আখতারের, তোপ 'নির্বোধ' পিসিবিকেও

কোহলির সঙ্গে বাবরের কোনও দিনই তুলনা হয় না। সাফ জানিয়ে দিলেন আখতার।
Published By: Arpan DasPosted: 06:38 PM Feb 24, 2025Updated: 06:50 PM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে আসল 'কিং'? পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রমাণ করে দিলেন বিরাট কোহলি। ম্যাচ জেতানো সেঞ্চুরিতে বুঝিয়ে দিলেন, এখনও অনেকটা আগুন আছে তাঁর মধ্যে। অন্যদিকে চূড়ান্ত ব্যর্থ বাবর আজম। মাত্র ২৩ রানে ফিরেছেন প্যাভিলিয়নে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

Advertisement

ম্যাচের পর তিনি স্পষ্ট জানিয়ে দেন কোহলির সঙ্গে বাবরের তুলনাই চলে না। কারণ গোড়াতেই যে গলদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হারের পর তিনি বলেন, "কোহলিকে নিয়ে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। কোহলির হিরো কে? শচীন তেণ্ডুলকর। যে ১০০টা সেঞ্চুরি করেছে। বিরাট তাঁর ঐতিহ্য অনুসরণ করছে।"

তারপরই বাবরকে নিয়ে আখতার বলেন, "আর বাবর আজমের হিরো কে? টুক টুক করে খেলা। তোমরা ভুল প্লেয়ারকে হিরো হিসেবে বেছে নিয়েছ। তোমাদের ভাবনাচিন্তাতেই গলদ আছে। তুমি তো প্রথম থেকেই ভণ্ড। এক-দেড় দিন আইসিসির প্রথম স্থানে থেকে যে নায়ক হওয়া যায় না, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রমাণ হয়ে গেল। তোমরা ভুল প্লেয়ারকে মাথায় তুলেছ।"

এখানেই শেষ নয়। আখতারের তোপের মুখে পাকিস্তানের ম্যানেজমেন্টও। তাঁর স্পষ্ট বক্তব্য, "আমি একেবারেই হতাশ নই। এটা হওয়ারই ছিল। যেখানে সবাই ছজন প্লেয়ারকে খেলাচ্ছে, সেখানে তোমরা পাঁচজনে খেলছ। অলরাউন্ডার মাত্র দুজন। ম্যানেজমেন্ট একেবারে নির্বোধ। প্লেয়ারদের দোষ দিয়ে কী হবে! ওরাও তো ম্যানেজমেন্টের মতো। জানেই না কী করতে হবে? রোহিত-বিরাটদের মতো স্কিলও নেই। কী করতে হবে সেই নিয়ে কোনও নির্দেশও নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাচের পর আখতার স্পষ্ট জানিয়ে দেন কোহলির সঙ্গে বাবরের তুলনাই চলে না।
  • আখতারের তোপের মুখে পাকিস্তানের ম্যানেজমেন্টও।
  • চূড়ান্ত ব্যর্থ বাবর আজম। মাত্র ২৩ রানে ফিরেছেন প্যাভিলিয়নে।
Advertisement