shono
Advertisement

এখনও সাড়া নেই বিক্রম-প্রজ্ঞানের! ১৪ দিন অপেক্ষা করবে ইসরো

যে কোনও সময়ই সাড়া মিলবে, আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা।
Posted: 01:24 PM Sep 24, 2023Updated: 01:24 PM Sep 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত শেষ হয়ে চাঁদের (Moon) মাটিতে শুরু হয়েছে দিন। এই সময়ই চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলার পরিকল্পনা ছিল ইসরোর। সেদিকেই চোখ ছিল দেশবাসীর। কিন্তু এখনও জাগানো যায়নি বিক্রম-প্রজ্ঞানকে। এই পরিস্থিতিতেও আশা ছাড়ছেন না বিজ্ঞানীরা। ইসরোর তরফে জানানো হল, আরও ১৪ দিন অপেক্ষা করবে তারা।

Advertisement

বিজ্ঞানীদের আশা, চাঁদের মাটিতে তাপমাত্রা বাড়তে শুরু করলে হয়তো কর্মক্ষম হয়ে উঠবে বিক্রম-প্রজ্ঞান। ৬ অক্টোবর ফের চাঁদের মাটিতে সূর্যাস্ত হওয়ার কথা। তার আগে পর্যন্ত সময় রয়েছে হাতে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, “আমরা জানি না কখন এটি জেগে উঠবে। আগামিকাল হতে পারে অথবা চান্দ্র দিবসের শেষ মুহূর্তেও হতে পারে। তবে আমরা চেষ্টা করছি। ল্যান্ডার এবং রোভার জেগে উঠলে সেটা একটা বিরাট প্রাপ্তি হবে।”

[আরও পড়ুন: মোদির ‘মন কি বাতে’ শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার প্রসঙ্গ, কী বললেন প্রধানমন্ত্রী?]

প্রথমে ঠিক ছিল, শুক্রবার থেকেই বিক্রম-প্রজ্ঞানকে জাগানোর প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু পরে জানানো হয় অনির্বার্য কারণবশত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। কিন্তু এরপর চেষ্টা শুরু হলে দেখা যায় সাড়া মিলছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ঘুম ভাঙেনি তাদের। যদি শেষপর্যন্ত ইসরোকে সংকেত পাঠাতে পারে প্রজ্ঞান, তাহলে আবারও নতুন তথ্য জানা যেতে পারে। তা না হলে চাঁদের দক্ষিণ মেরু বিজয়ের প্রতীক হিসাবেই চন্দ্রপৃষ্ঠে থেকে যাবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভার।

[আরও পড়ুন: ঝাড়খণ্ডে দুঃসাহসিক ডাকাতি, চলল ৮-১০ রাউন্ড গুলি, অবাধে লুটপাট দুষ্কৃতীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement