shono
Advertisement

‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এ বাজিমাতের অপেক্ষায় প্রিয়াঙ্কা-রুদ্রনীল-বিশ্বনাথরা

দেখুন ছবির চরিত্রদের বিশেষ ঝলক। The post ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এ বাজিমাতের অপেক্ষায় প্রিয়াঙ্কা-রুদ্রনীল-বিশ্বনাথরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Jul 03, 2018Updated: 08:28 PM Jul 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের থ্রিলারের জাল বুনছেন পরিচালক অভিরূপ ঘোষ। এবার তিন কাহিনিকে এক সিনেমায় দর্শকদের সামনে পরিবেশন করতে চলেছেন তিনি। ছবিতে রয়েছেন একঝাঁক তারকা।  রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সায়নী ঘোষ,  পৌলমী দাস ও জিনা তরফদার। খবর আগেই মিলেছিল। এতদিনে ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে এল।

Advertisement

[আম্বানির পার্টিতে পোশাক বিভ্রাটের শিকার পরিণীতি, বাঁচালেন সিদ্ধার্থ]

থ্রিলার নিয়ে এর আগেও এসেছিলেন অভিরূপ। ‘কে: সিক্রেট আই’ তাঁর প্রথম সিনেমা। এবার তিনটি আলাদা কাহিনিকে এক সুতোয় গেঁথেছেন পরিচালক। প্রথম গল্পে দেখা যাবে বিশ্বনাথ ও প্রিয়াঙ্কাকে। সে কাহিনি এক ঝড়ের রাতের। ভয়ঙ্কর সেই রাতে জেল থেকে পালিয়ে যায় সিরিয়াল কিলার সাইকো সান্যাল। এদিকে আবার রেস্তরাঁয় আটকে পড়ে সায়নী নামের একটি মেয়ে। যেখানে আশ্রয় নেয় এক আগন্তুক। কে সেই আগন্তুক? সিরিয়াল কিলারই বা কোথায় গেল?

এই প্রশ্নের আবহেই শুরু দ্বিতীয় গল্প। যেখানে রয়েছেন রুদ্রনীল ও সৌমান। ভাল জীবনের তাগিদে ঝন্টুর গাড়ি চুরির গ্যাংয়ের সঙ্গে মিশে যায় অর্জুন। কিন্তু শর্টকাটে টাকা রোজগারের অনেক শত্রু রয়েছে। এই শত্রুদের মোকাবিলা কি করতে পারবে অর্জুন?

সবশেষে আসে সৈকতের গল্প। যেখানে রয়েছেন কাঞ্চন ও সায়নী। জুয়া-আসক্ত সৈকত কি পারবে জীবনের খেলায় বাজিমাত করতে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এ।

অভিরূপ ছাড়াও চিত্রনাট্য লিখেছেন ইন্দ্রনীল সান্যাল, আব্দুল বশিত। প্রযোজনায় এসবি মনতাজ আর্ট হাউস ও ট্রু কলিং মিডিয়া। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে অঙ্কিত সেনগুপ্ত। জুন মাসেই শেষ হয়েছে ছবির শুটিং। এবার অপেক্ষা বড়পর্দায় আসার।

[পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিপাকে অভিনেত্রী কিম শর্মা]

The post ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এ বাজিমাতের অপেক্ষায় প্রিয়াঙ্কা-রুদ্রনীল-বিশ্বনাথরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার