shono
Advertisement

দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী

মানবিকতা কোথায় এই শহরের? The post দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Feb 17, 2017Updated: 09:01 AM Feb 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অমানবিক শহর কলকাতা৷ চোখের সামনে দগ্ধ অবস্থায় পড়ে রইলেন সত্তরোর্ধ বৃদ্ধা৷ ১০০ ডায়াল করে পুলিশের অপেক্ষায় দর্শক হয়ে দাঁড়িয়ে থাকল প্রতিবেশীরা৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার বিজয়গড় এলাকার নেতাজি শিশু উদ্যানে৷

Advertisement

ভাঙড়ে উসকানি দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূলের

মৃত মহিলার নাম কল্পনা বর্ধন (৭২)৷ ১/৭৯এ, বিজয়গড়ের বাসিন্দা তিনি৷ জানা গিয়েছে বয়স বাড়ার ফলে নানা অসুখে ভুগতেন মহিলা৷ স্বামী জীবন বর্ধনও আগেই প্রয়াত হয়েছেন৷ এই সমস্ত কারণের জন্যই মানসিক অবসাদে ভুগতেন তিনি৷ সেই জন্যই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে বৃদ্ধা আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান পুলিশের৷

বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

সকালে জ্বলন্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্যানে পড়ে থাকতে দেখেন আশেপাশের বাসিন্দারা৷ দগ্ধ বৃদ্ধাকে দেখেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউ৷ শুধু ১০০ ডায়াল করে পুলিশে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছে কল্পনাদেবীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসাপাতালে নিয়ে যায় যাদবপুর থানার পুলিশ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি৷ তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলা, বাড়ছে মৃতের সংখ্যা

The post দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement