shono
Advertisement

Breaking News

নগ্ন ছবির বদলে পাঁচতারা হোটেলে চাকরির টোপ, কুপ্রস্তাব দিয়ে শ্রীঘরে ইঞ্জিনিয়ার

সম্মানহানির ভয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী৷ The post নগ্ন ছবির বদলে পাঁচতারা হোটেলে চাকরির টোপ, কুপ্রস্তাব দিয়ে শ্রীঘরে ইঞ্জিনিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Aug 25, 2019Updated: 05:45 PM Aug 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচতারা হোটেলে চাকরি চান? তাহলে আপনাকে পাঠাতে হবে নগ্ন ছবি৷ বেশ কয়েকজন মহিলাকে এই প্রস্তাব দিয়ে বিপাকে চেন্নাইয়ের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ কুপ্রস্তাব দেওয়ার ফলে আপাতত শ্রীঘরে অভিযুক্ত যুবক৷

Advertisement

[আরও পড়ুন: বেঙ্গালুরুতে গিয়ে খুন কলকাতার মডেল, গ্রেপ্তার ক্যাব চালক]

প্রদীপ নামে ওই যুবক চেন্নাইয়ের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ তার সঙ্গে এক তরুণীর দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়৷ প্রায় দিনরাতই কথাবার্তা বলত দু’জনে৷ পড়াশোনা শেষ করে ওই তরুণী চাকরি খুঁজছিলেন৷ অভিযোগ, প্রদীপ আশ্বাস দিয়েছিল পাঁচতারা হোটেলে চাকরির ব্যবস্থা করে দেবে৷ তবে শর্তও রেখেছিল ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ তরুণীর প্রদীপের বিরুদ্ধে অভিযোগ, পাঁচতারা হোটেলে চাকরি করার জন্য শারীরিক গঠন ভাল হওয়া প্রয়োজন বলে জানায়৷ এই যুক্তি দেখিয়ে সে তরুণীর নগ্ন ছবি চায়৷ প্রদীপকে ততদিনে অবশ্য বিশ্বাস করে ফেলেছিলেন তরুণী৷ তাই কোনও প্রশ্ন না করেই প্রদীপকে নগ্ন ছবি পাঠিয়েও দিয়েছিলেন তিনি৷ এরপর তরুণীর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল প্রদীপ৷

[আরও পড়ুন: একইসঙ্গে তিনটি সরকারি চাকরি! ৩০ বছর পর ফাঁস কর্মচারীর জারিজুরি]

এদিকে, সম্মানহানির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই তরুণী৷ তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ অভিযোগ পাওয়ার পরেই গত বৃহস্পতিবার প্রদীপকে গ্রেপ্তার করে পুলিশ৷ জেরায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে ধৃত৷ প্রদীপের মোবাইল ঘেঁটে অন্তত ৬০টি নগ্ন ছবি পাওয়া গিয়েছে৷ শুধু ওই তরুণীই নয়, এভাবে অনেকজনকে প্রস্তাব দিয়েছে বলেও জেরায় জানায় ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতানোর ছক ছিল বলেও পুলিশকে জানায় অভিযুক্ত৷ তবে তরুণী পুলিশের দ্বারস্থ হওয়ায় বানচাল হয়ে গিয়েছে ফন্দি৷ প্রতারিত অন্যান্য মহিলাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷

The post নগ্ন ছবির বদলে পাঁচতারা হোটেলে চাকরির টোপ, কুপ্রস্তাব দিয়ে শ্রীঘরে ইঞ্জিনিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement