সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দু’মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। আজভ সাগরের তীরে অবস্থিত মারিওপোল শহরটির দখল নিতে মরিয়া রুশ সেনা। তাই লাগাতার হামলা চালাচ্ছে এই শহরে। কিছুদিন আগেই চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে ইউক্রেনীয় সেনাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল রাশিয়া। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয়রা। জানা গিয়েছে, একটি স্টিল প্ল্যান্টে লুকিয়ে রয়েছেন বেশ কিছু সেনা-সহ মারিওপোলের প্রায় হাজার জন বাসিন্দা। যদিও গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, মারিওপোল তাঁদের দখলে এসেছে।
এর মধ্যেই প্রকাশ্যে এসেছে মারিওপোল স্টিল প্ল্যান্টের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, আটকে থাকা শিশুরা বেরিয়ে আসতে চাইছে। যদিও বোঝা যায়নি ভিডিওটি কবেকার। তবে আটকে থাকা মানুষের বক্তব্য থেকে বোঝা গিয়েছে, ভিডিওটি খুব সম্ভবত ২১ এপ্রিলের। ভিডিওটি প্রকাশ করা হয়েছে আজভ ব্যাটেলিয়নের পক্ষ থেকে। প্রসঙ্গত, রুশ হামলা থেকে মারিওপোলকে (Mariupol) রক্ষা করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে আজভ ব্যাটেলিয়ন। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, আটকে পড়া মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছেন সেনারা।
[আরও পড়ুন: ‘ভূস্বর্গের তরুণদের আর কষ্ট পেতে দেব না’, ৩৭০ ধারা বিলোপের প্রথম কাশ্মীর সফরে দাবি মোদির]
আটকে পড়া এক মহিলা বলেছেন, “এখানে খাবার শেষ হয়ে এসেছে। আমরা বেরতে চাই এখান থেকে।” যুদ্ধ শুরু হওয়ার পরেই প্রাণ বাঁচাতে এই স্টিল প্ল্যান্টে আশ্রয় নেন তারা। তার মধ্যেই এক বালক বলেছে, “আমি সূর্য দেখতে চাই। এখানে খুব অন্ধকার।” সারা বিশ্বের শান্তিকামী মানুষের মতোই যুদ্ধ শেষের অপেক্ষায় এই বালকও। সেও আশা করে যুদ্ধ শেষ হবে একদিন। তারপরে কী করবে, সেই পরিকল্পনাও করে রেখেছে সে। “আমাদের বাড়ি আবার তৈরি করে নেব। এই যুদ্ধে ইউক্রেন জিতবে কারণ ইউক্রেন আমাদের মাতৃভূমি।” গতকাল প্রকাশ করা এই ভিডিও ইতিমধ্যেই দশ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন।
জানা গিয়েছে, এই স্টিল প্ল্যান্ট ধ্বংস করতে ইতিমধ্যেই মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে, এই স্টিল প্ল্যান্ট দখল করতে পারলেই সম্পূর্ণ মারিওপোল রাশিয়ার অধীনে আসবে। ইউক্রেনের লড়াইয়ের প্রতীক হিসাবে উঠে এসেছে গুটিকয়েক সেনা এবং সাধারণ মানুষের প্রতিরোধ। তাই যেকোনও প্রকারে মারিওপোল ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া।