shono
Advertisement

বড়দিনে চিলিতে তীব্র ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

উৎসবের মেজাজ নিমেষে বদলে গেল আতঙ্কে৷ The post বড়দিনে চিলিতে তীব্র ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:17 PM Dec 26, 2016Updated: 08:47 AM Dec 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আমুদে মেজাজ নিমেষে পরিণত হল আতঙ্কে৷ রবিবার চিলিতে তীব্র ভূমিকম্পের পর জারি হল সুনামি সতর্কতা৷ স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিনের কম্পনের মাত্রা ৭.৬৷ কম্পন ও সুনামি আতঙ্কের জেরে হাজার হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দ্য গার্ডিয়ান সূত্রে খবর৷ হতাহতের খবর এখনও পর্যন্ত নেই৷

Advertisement

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য মোতাবেক, চিলির দক্ষিনে চিলো দ্বীপ কম্পনের কেন্দ্রস্থল৷ ভূপৃষ্ঠের প্রায় ৩৩ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়৷ তবে কম্পনের ফলে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাহীন হয়ে পড়েছে৷ শুধু চিলিতে নয়, কম্পন অনুভূত হয়েছে আর্জেন্টিনাতেও৷ চিলির ন্যাভাল ওশিয়ানোগ্রাফিক সার্ভিস সুনামি সতর্কতা জারি করেছে৷ এর আগেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে চিলিতে৷ ২০১০-এর ফেব্রুয়ারিতে ৮.৮ মাত্রার ভূমিকম্পে চিলিতে ৫২৪ জনের মৃত্যু হয়৷

The post বড়দিনে চিলিতে তীব্র ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement