সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিম্পাঞ্জি (Chimpanzee) আর মানুষ। একজনকে চিড়িয়াখানায় দেখে অভ্য়স্ত আমরা। অন্যজন এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অথচ তাদের ডিএনএ-র ফারাক সামান্য। তা যে নিছক বৈজ্ঞানিক দাবিমাত্র নয়, তার প্রমাণ আগেও মিলেছে বারবার। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওয় (Viral Video) দেখা গেল এক শিম্পাঞ্জির কাণ্ড। যা দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের।
নেটবিশ্বে কত কিছুই ভাইরাল হয়। তবু তারই মধ্যে যেন বিশেষ হয়ে উঠতে পারে এই ভিডিও ক্লিপটি। ছোট্ট ওই ক্লিপে কী দেখা গিয়েছে? ভিডিওয় দেখা যাচ্ছে, এক নদীর পাশে বসে রয়েছে শিম্পাঞ্জিটি। আর সেখানে বসে বসেই সে কাচতে শুরু করেছে একটি হলুদ টি-শার্ট। একেবারে দেশি স্টাইলে। প্রথমে জামাটির উপরে হাত বুলিয়ে সেটিকে মসৃণ করে নিয়ে শুরু হয় সাবান লাগানো। তারপর সেটিকে কাচতে ব্যস্ত হয়ে পড়ছে সে। সামান্য সময়ের ভিডিওটি দেখে চোখ ফেরানো দায়।
[আরও পড়ুন: Viral video: নির্জন পাহাড়ে ক্যামেরা পেয়ে সেলফিতে মত্ত ভালুক! ভিডিও ভাইরাল মুহূর্তে]
শিম্পাঞ্জি যে মানুষকে নিখুঁত ভাবে নকল করতে ওস্তাদ, তার প্রমাণ বারবার মিলেছে। এই ভিডিও তারই এক উৎকৃষ্ট প্রমাণ। দেখে বোঝাই যাচ্ছে খুব নিবিড় ভাবে কাউকে কাপড় কাচতে দেখেই সে সব কায়দাকানুন শিখে ফেলেছে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন জনৈক ইউজার শচীন শর্মা। চোখের পলক ফেলতে না ফেলতেই প্রায় লাখখানেক মানুষ দেখে ফেলেছে ভিডিওটি। সেই সঙ্গে কমেন্টবক্স উপচে পড়েছে নানা মন্তব্য ও ইমোজিতে।
শিম্পাঞ্জির সঙ্গে মানুষের ডিএনএ-র মিল ৯৮.৮ শতাংশ। একটু লক্ষ করলেই দেখা যায় কতটা বুদ্ধিদীপ্ত আচরণ তাদের। এর মধ্যে অন্যতম নকলনবিশি। যাঁরা চিড়িয়াখানায় নিয়মিত শিম্পাঞ্জিদের কাণ্ড দেখেন, তাঁরা অবশ্য এই ভিডিও দেখে অবাক হবেন না।