shono
Advertisement

Breaking News

শত্রুর উপর নজরদারি চালাতে শক্তিশালী ‘ড্রোন বাহিনী’তৈরি করেছে চিন!

ফাঁস চাঞ্চল্যকর তথ্য৷ The post শত্রুর উপর নজরদারি চালাতে শক্তিশালী ‘ড্রোন বাহিনী’ তৈরি করেছে চিন! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM Aug 26, 2018Updated: 01:07 PM Aug 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শি জিনপিংয়ের নেতৃত্বে প্রথম থেকেই সামরিক শক্তি বৃদ্ধিতে নজর দিয়েছে লাল চিন৷ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রমাগত দেশের স্থল, জল ও বায়ু সেনাকে উন্নত করে তুলেছে বেজিং৷ আন্তর্জাতিক বিশ্বে নিজেদের গুরুত্ব বাড়াতে ২০২০-র মধ্যে মহাকাশেও আধিপত্য কায়েম করতে চাইছে ড্রাগনের দেশ৷ তবে সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্র৷ যেখানে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, শত্রুপক্ষের উপরে নজরদারিতে হয়ত একটি সম্পূর্ণ ড্রোন বাহিনী তৈরি করে ফেলেছে চিন৷ অনেক পিছনে ফেলে দিয়েছে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ও ভারতকে৷ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে একটি তালিকা৷ যেখানে উল্লেখ করা হয়েছে, চিনা সেনার কোন বাহিনীতে ইতিমধ্যে স্থান পেয়েছে কোন কোন অত্যাধুনিক ড্রোন বা আন আর্মড ভেহিক্যাল(ইউএভি) এবং তাদের শক্তি কতটা৷

Advertisement

ASN series: মূলত চিনা সেনার সশস্ত্র বাহিনী এই ড্রোন ব্যবহার করে থাকে৷ অন্যান্য আন আর্মড ভেহিক্যালের মতো দেখতে হলেও৷ নির্দিষ্ট লক্ষ্যে অনেক দূর থেকে আঘাত হানার ক্ষমতা রয়েছে এই মানববিহীন উড়ন্ত যানের৷

Changying: চিনা নৌ-বাহিনীর হাতে থাকা অন্যতম অত্যাধুনিক ড্রোন এটি৷ ২৪০০ কিলোমিটার দূর থেকে শত্রুর উপরে নজরদারি চালাতে সক্ষম এই উড়ন্ত যান৷ একটানা ৪০ ঘণ্টা কোনও রিচার্জ ছাড়াই আকাশে চক্কর কাটতে সক্ষম এটি৷ সূত্রের খবর, ২০১৩ থেকে পূর্ব চিন সাগরে নজরদারির জন্য এই যানের উপরে ভরসা রেথেছে বেজিং৷

 

Silver Eagle: চিনা নৌবাহিনীর অস্ত্রাগারে থাকে আরও একটি মারণাস্ত্র হল এই মানববিহীন যান৷ ২০১১ থেকে এটি ব্যবহার করেছে চিন৷ এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম৷ এছাড়া বহুদূরে যোগাযোগ গড়ে তুলতে এবং ২০০ কিলোমিটার দূর থেকে নজরদারি চালাতে সক্ষম এই যানটি৷

Gogji: মার্কিন প্রেডেটর ড্রোনের সঙ্গে পাল্লা দিতে সক্ষম চিনা মানববিহীন এই উড়ন্ত যানটি৷ এটির পাল্লা চার হাজার কিলোমিটার৷ দশ ধরণের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই ড্রোন৷ আকাশ থেকে মাটিতে হামলার সময় এর সাহায্য নিয়ে থাকে বায়ুসেনা৷

Soaring Dragon: ভারতের সঙ্গে চলা ৭৩ দিনের ডোকলাম সমস্যার সময় এই ড্রোনের সাহায্য নেয় চিন৷ বিতর্কিত ডোকলামের উপরে এই ড্রোনের সাহায্যেই নজরদারি চালায় চিনের বায়ুসেনা৷ একসঙ্গে অনেক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় এই ড্রোন৷ কারণ এরমধ্যে রয়েছে অত্যাধুনিক ও প্রবল ক্ষমতাসম্পন্ন মেমরি সিস্টেম৷

EA-03: স্থল ও জলে যেকোনও পরিস্থিতিতে শত্রুপক্ষের উপরে নজরদারি রাখতে সক্ষম এই ড্রোন৷ মূলত দক্ষিণ চিন সাগরে শত্রুপক্ষের উপরে নজরদারি চালাতে এর সাহায্য নিয়ে থাকে বেজিং৷

The post শত্রুর উপর নজরদারি চালাতে শক্তিশালী ‘ড্রোন বাহিনী’ তৈরি করেছে চিন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement