সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল সিডনির বন্ডি বিচ হত্যাকাণ্ডের দ্বিতীয় জঙ্গি নাভিদ আক্রমকে। অত্যন্ত গুরুতর অবস্থায় কোমায় চলে গিয়েছিল এই জঙ্গি। কোমা থেকে ফিরতেই বুধবার তাকে গ্রেপ্তার করল পুলিশ। ৫৯টি ধারায় অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাভিদের বিরুদ্ধে সন্ত্রাস, খুন, আহত, খুনের চেষ্টার, বিস্ফোরণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার অভিযুক্তের জ্ঞান ফিরতেই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও এখনও হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, গুলি লাগার জেরেই কোমায় চলে গিয়েছিল অভিযুক্ত। আপাতত স্থিতিশীল রয়েছে সে। এদিকে নাভিদের সুস্থতার অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার তদন্তকারীরা। তাকে জেরা করেই এই হামলার যাবতীয় রহস্য উন্মোচন হবে বলে মনে করা হচ্ছে। কেন তারা এমন প্রাণঘাতী হামলা চালাল? হামলার আগে কেন ফিলিপিন্সে গিয়েছিল বাবা ছেলে? তা জানার চেষ্টা করবে পুলিশ।
রবিবার দুপুরে সিডনির অদূরে বিখ্যাত বন্ডি বিচে ‘হানুকা’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালি বেলাভূমি। একে একে ১৫ জনের প্রাণহানি ঘটে। শিশু, মহিলা কাউকেই রেয়াত করা হয়নি। ইহুদিদের উৎসবে হামলা চালানো দুই জঙ্গি হল সাজিদ আক্রম (৫০) ও তার পুত্র নাভিদ আক্রম (২৪)। সম্পর্কে এরা পিতা-পুত্র।
এদিকে হামলার পর প্রাথমিকভাবে জানা যাচ্ছিল হামলাকারী পিতা-পুত্র পাকিস্তানের বাসিন্দা। কিন্তু পরে তদন্তে জানা যায়, এরা ফিলিপিন্সে সফর করেছিল ভারতীয় পাসপোর্টে। তদন্তে উঠে আসে সাজিদ আক্রম হায়দরাবাদ থেকে অস্ট্রেলিয়া গিয়েছিল। এবং সাজিদের বাবা ছিলেন একজন সেনা অফিসার। তার বড় ভাই চিকিৎসক। জানা যায়, গত ২৭ বছর মোট ৬ বার ভারতে আসে এই জঙ্গি।
