shono
Advertisement
US

দুঃস্বপ্নের গ্রিন কার্ড! নথি থাকলেও ট্রাম্পের আমেরিকায় আজব বিড়ম্বনায় ভারতীয় বংশোদ্ভূত মহিলা

১৯৯৪ সাল থেকে আমেরিকায় বাস করছেন তিনি।
Published By: Subhodeep MullickPosted: 04:31 PM Dec 17, 2025Updated: 04:50 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রিন কার্ড সাক্ষাৎকারের শেষ ধাপে গিয়ে মার্কিন অভিবাসন দপ্তরের হাতে আটক হলেন প্রায় তিন দশক মার্কিন মুলুকে বসবাস করা বছর ৬০-এর ভারতীয় বংশোদ্ভূত মহিলা বাবলজিৎ ওরফে বাবলি কৌর। ১৯৯৪ সাল থেকে আমেরিকায় বাস করছেন তিনি। বাবলি তাঁর গ্রিন কার্ড আবেদনের অংশ হিসাবে বায়োমেট্রিক স্ক্যানের জন্য মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দপ্তরে গিয়েছিলেন। গত ১ ডিসেম্বর সেখানে সাক্ষাৎকার চলাকালীন ফেডারেল এজেন্টরা তাঁকে আটক করেন। গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন বাবলির মেয়ে জ্যোতি।

Advertisement

লং বিচের স্থানীয় নজরদার সংস্থা জানিয়েছে, বাবলির এক মেয়ে মার্কিন নাগরিক। তাঁর স্বামীও গ্রিন কার্ডধারী। বড় মেয়ের রেফারেন্স দিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন বাবলি। জ্যোতি জানিয়েছেন, ১ ডিসেম্বর আইসিই অফিসের ফ্রন্ট ডেস্কে ছিলেন তাঁর মা। সেই সময়েই একাধিক ফেডারেল এজেন্ট অফিসে প্রবেশ করেন। অভিযোগ, বাবলিকে একটি ঘরে ডাকা হয়, যেখানে এজেন্টরা উপস্থিত ছিলেন। সেখানেই তাঁকে আটক করা হয়।

দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলে দলে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপরে তাঁর নজর ঘুরেছে বৈধ অভিবাসন কমানোর দিকে। যা নিয়ে বিতর্ক চলছেই। এই পরিস্থিতিতে আটক করা হল ভারতীয় বংশোদ্ভূত ওই মহিলাকে।

উল্লেখ্য, গ্রিন কার্ড লটারি থেকে ভারতের নাম বাদ পড়ায় এমনিতেই চাপে এদেশের মানুষ। ভারত থেকে আমেরিকায় যাঁরা অভিবাসন চান তাঁদের কাছে এই মুহূর্তে খুব কম পথ অবশিষ্ট রয়েছে। ট্রাম্পের সময়কালে অভিবাসন নীতিতে কড়াকড়ির কারণে বেঁচে থাকার সুযোগগুলিও সঙ্কুচিত হয়ে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রিন কার্ড সাক্ষাৎকারের শেষ ধাপে গিয়ে মার্কিন অভিবাসন দপ্তরের হাতে আটক হলেন প্রায় তিন দশক মার্কিন মুলুকে বসবাস করা বছর ৬০-এর ভারতীয় বংশোদ্ভূত মহিলা বাবলজিৎ ওরফে বাবলি কৌর।
  • বাবলি তাঁর গ্রিন কার্ড আবেদনের অংশ হিসাবে বায়োমেট্রিক স্ক্যানের জন্য মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দপ্তরে গিয়েছিলেন।
  • গত ১ ডিসেম্বর সেখানে সাক্ষাৎকার চলাকালীন ফেডারেল এজেন্টরা তাঁকে আটক করেন।
Advertisement