shono
Advertisement

পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ আটকাতে মরিয়া চিন

মাসুদ আজহারকেও জঙ্গি ঘোষণায় আপত্তি বেজিংয়ের৷ The post পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ আটকাতে মরিয়া চিন appeared first on Sangbad Pratidin.
Posted: 12:42 AM Dec 13, 2016Updated: 07:12 PM Dec 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সখ্য বজায় রাখতে গিয়ে ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তির পথে বাধা হয়ে দাঁড়াল চিন৷ পাশাপশি, পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহারকেও জঙ্গি ঘোষণা করায় আপত্তি জানাল চিন৷ চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জেং শুয়াং এক বিবৃতিতে এই কথা জানান৷

Advertisement

বিবৃতিতে চিনের তরফে জানানো হয়েছে, “ভারতের এনএসজি-তে অন্তর্ভুক্তি থেকে শুরু করে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার বিষয়ে চিনের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে৷”

গত সপ্তাহেই এক বৈঠকে ভারতের বিদেশসচিব এস জয়শঙ্কর বলেছিলেন, “এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি এবং মাসুদ আজহারকে রাষ্ট্র সংঘের তরফ থেকে জঙ্গি ঘোষণার প্রসঙ্গে চিনের উচিত পক্ষপাতিত্ব না করে সিদ্ধান্ত নেওয়া৷” এদিন কার্যত ভারতের যাবতীয় আর্জি খারিজ করে দিয়েই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল চিন৷

এনএসজি’তে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে এই প্রথম বিরুদ্ধ মত পোষণ করেনি চিন৷ এর আগেও দু’বার ভারতের এনএসজিতে প্রবেশের বিরোধী মতামত দিয়েছে চিন৷ যদিও চিনের দাবি, বিশ্বে শান্তি বজায় রাখতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে৷ চিনের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাদের এই সিদ্ধান্তে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবে না৷

The post পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ আটকাতে মরিয়া চিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement