shono
Advertisement

Breaking News

২৩ লক্ষ সেনাকে যু‌দ্ধে নামার তালিম দিচ্ছে চিন

ক্ষমতায় আসার পর থেকে গত চার বছরে চিনা সেনাবাহিনী পিএলএ-কে ঢেলে সাজিয়েছেন প্রেসিডেন্ট জি জিংপিং৷ The post ২৩ লক্ষ সেনাকে যু‌দ্ধে নামার তালিম দিচ্ছে চিন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Jul 31, 2016Updated: 10:21 AM Jul 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চিন সাগরের উত্তেজনা প্রশমিত হয়নি৷ এরই মাঝে পিপলস লিবারেশন আর্মির তেইশ লক্ষ সেনাকে বিশেষ প্রশিক্ষণ নিতে পাঠালেন চিনা প্রেসিডেন্ট জি জিংপিং৷ প্রধানত যুদ্ধজয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ৷ তাঁর সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে এটা পরিষ্কার, আলোচনার টেবিলে সমাধান খোঁজার বদলে তরবারির ডগাতেই সমস্যা মেটাতে চাইছেন চিনা প্রেসিডেন্ট৷

Advertisement

ভারতের সীমান্ত পেরিয়ে চিন সেনা যে একাধিকবার প্রবেশের চেষ্টা করেছে, তাও প্রমাণিত৷ সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাউতও চিনা প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন৷ উত্তরাখণ্ড-চিন সীমান্ত দিয়েই ভারতে ঢোকার প্রয়াস করেছে সেনারা৷ প্রশ্ন উঠছে, তবে কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন?

ক্ষমতায় আসার পর থেকে গত চার বছরে চিনা সেনাবাহিনী পিএলএ-কে ঢেলে সাজিয়েছেন প্রেসিডেন্ট জি জিংপিং৷ বিশ্বের বৃহত্তম এই সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রতিবেশী দেশগুলির সীমান্ত অতিক্রম নিয়ে বিতর্ক অবশ্য কিছু কমেনি৷ দক্ষিণ চিন সাগরে আন্তর্জাতিক জলসীমা বিষয়ে কোনও নিয়ম বা নীতিই বেজিং অনুসরণ করে না বলে অভিযোগ৷ সাম্প্রতিককালে জলসীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায়ও তাদের পক্ষে যায়নি৷

The post ২৩ লক্ষ সেনাকে যু‌দ্ধে নামার তালিম দিচ্ছে চিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement