সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আমেরিকাকে ঠান্ডা লড়াইয়ের হুঁশিয়ারি চিনের! বুধবার আসিয়ানের মঞ্চ থেকে নাম না করে ওয়াশিংটনকে এক হাত নিল বেজিং।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বসেছে আসিয়ান সামিট। ভারত, চিন, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডার মতো দেশের সঙ্গে আলাদা বৈঠক করছে আসিয়ান গোষ্ঠী। সেখানে চিনের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রিমিয়ার লি কিয়াং। এদিন জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠকে ছিল চিনও।
[আরও পড়ুন: আসিয়ান-ইন্ডিয়া সামিটে যোগ দিতে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী, উঠল ‘মোদি-মোদি’ স্লোগান]
আন্তর্জাতিক মঞ্চ থেকে কিয়াং বলেন, “মতবিরোধ, ভ্রান্ত ধারণা, পরস্পরবিরোধী স্বার্থের কারণে বিভিন্ন দেশের মধ্যে বিরোধ তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে ইচ্ছে মতো অবস্থান বদল, জোট সংঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এভাবেই ঠান্ডা লড়াই আটকানো সম্ভব।” তাঁর এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা মনে করছেন, নাম না করলেও চিনের প্রিমিয়ারের নিশানায় আমেরিকাই রয়েছে।
উল্লেখ্য, গোটা দক্ষিণ চিন সাগর নিজের বলে দাবি করে চিন। এনিয়ে আমেরিকা, ভারত ছাড়াও চিনের লড়াই সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, জাপান এবং সুদূর ইন্দোনেশিয়ার সঙ্গেও। তাদের ভূখণ্ড থেকে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি দ্বীপেও মাছ ধরার অধিকার চাইছে চিন। দক্ষিণ চিন সাগরে একাধিক দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করেছে বেজিং। পালটা বেজিংকে শায়েস্তা করতে সেখানে নিয়মিত যুদ্ধবিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা। সব মিলিয়ে দক্ষিণ চিন সাগর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।