সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডে (New Zealand) ধারালো অস্ত্র হাতে হামলা এক চিনা (Chinese) নাগরিকের! একে একে অকল্যান্ডের তিনটি রেস্তরাঁয় হামলা চালান ওই তরুণ। ঘটনায় গুরুতর জখম চারজন। রেস্তরাঁগুলি কাছাকাছি অবস্থিত বলে জানা গিয়েছে। অভিযুক্ত ২৪ বছরের তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ একই এলাকার বিভিন্ন রেস্তরাঁ থেকে পুলিশের কাছে ফোন যায়, সেখানে কুঠারের মতো দেখতে ধারালো অস্ত্র হাতে এক চিনা নাগরিক হামলা চালিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে হামলার ছবি। তাতে দেখা যাচ্ছে একটি রেস্তরাঁর মেঝে ভেসে যাচ্ছে রক্তে।
[আরও পড়ুন: ‘হিংসা থামান, নয়তো ফল ভুগতে হবে’, অগ্নিগর্ভ মণিপুরে জঙ্গিদের বার্তা মুখ্যমন্ত্রীর]
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আপাতত বহু মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। পরে আরও অভিযোগ যোগ করা হবে বলেও জানানো হয়েছে। কিন্তু কেন এমন হামলা চালিয়েছিলেন অভিযুক্ত? পুলিশ জানিয়েছে, এখনও সেব্যাপারে কিছু না জানা গেলেও এর পিছনে জাতিবৈষম্যের কোনও বিষয় সম্ভবত নেই। এটিকে বিক্ষিপ্ত ঘটনা হিসেবেই দেখছে প্রশাসন।
ইনস্পেক্টর স্টিফান সাগর জানিয়েছেন, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এমন ঘটনায়। যাঁরা এই ঘটনার প্রত্যক্ষদর্শী, সকলের মধ্যেই এখনও পুরোদস্তুর আতঙ্কের রেশ রয়েছে।