shono
Advertisement

কুমিরের দঙ্গলে আটকে পর্যটকরা!

থাইল্যান্ডের চোনবুরিতে এলিফ্যান্ট কিংডমে কুমীরের চাষ করা হয়৷ সেখানেই পর্যটকদের জন্য কুমীর দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে৷ কী এই ব্যবস্থা? জলের মধ্যে একটি ছোট্ট লোহার গ্রিলে ঘেরা জায়গা৷ খাঁচাও বলা যেতে পারে৷ The post কুমিরের দঙ্গলে আটকে পর্যটকরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:55 PM Jul 18, 2016Updated: 04:33 PM Jul 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কুমির তোর জলকে নেমেছি৷” ভাইরাল হয়ে যাওয়া এই ছবিগুলো দেখলে ছোটবেলার কুমির-ডাঙা খেলার কথা মনে পড়ে যাবে৷ জলের মধ্যে একসঙ্গে কিলবিল করছে প্রায় ২০-৩০ টা কুমির৷ আর তাদের মাঝখানে খানিকটা উঁচুতে ছোট্ট ডাঙায় দাঁড়িয়ে পর্যটকরা৷ না, জোর করে বা বিপদে পড়ে নয়৷ বন্য সরীসৃপদের কাণ্ডকারখানা কাছ থেকে উপভোগ করতেই জমায়েত হয়েছেন এই চিনা পর্যটকরা৷

Advertisement

থাইল্যান্ডের চোনবুরিতে এলিফ্যান্ট কিংডমে কুমিরের চাষ করা হয়৷ সেখানেই পর্যটকদের জন্য কুমীর দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে৷ কী এই ব্যবস্থা? জলের মধ্যে একটি ছোট্ট লোহার গ্রিলে ঘেরা জায়গা৷ খাঁচাও বলা যেতে পারে৷ যেখানে একসঙ্গে ১০-১৫ জন পর্যটকরা একসঙ্গে দাঁড়িয়ে কুমির দেখতে পারেন৷ শুধু চোখের দেখাই নয়, বঁড়শিতে মাংসের টুকরো গেঁথে কুমিরকে খাওয়াতেও পারবেন তাঁরা৷ মাংসের টুকরোর গন্ধে পর্যটকদের অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় কুমিরের দল৷ এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা চেটেপুটে উপভোগ করছেন পর্যটকরাও৷

এক ট্যাক্সি চালক এই দৃশ্যের ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেন৷ কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ এলিফ্যান্ট কিংডম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তায় কোনও ঘাটতি রাখা হয় না৷ তবে বিষয়টি কতটা সুরক্ষিত, তা খতিয়ে দেখবে পুলিশ৷ তার জন্য আগামী ৯০ দিন পর্যটকদের জন্য এই জায়গাটি বন্ধ রাখা হবে৷

The post কুমিরের দঙ্গলে আটকে পর্যটকরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement