shono
Advertisement
Sitaare Zameen par

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম দেখাতে মরিয়া আমির! জওয়ানদের সঙ্গে দেখলেন 'সিতারে জমিন পর'

মুগ্ধ আমির অনুরাগীরা।
Published By: Arani BhattacharyaPosted: 09:42 AM Aug 14, 2025Updated: 11:00 AM Aug 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাসে মুক্তিপ্রাপ্ত আমির খানের ছবি 'সিতারে জমিন পর' বড়পর্দায় ম্যাজিক সৃষ্টি করেছে। এই ছবির প্রশংসায় মুখর হয়েছে সব মহল। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে এই ছবি দেখলেন মিস্টার পারফেকশনিস্ট। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। যা দেখে মুগ্ধ আমির অনুরাগীরা।

Advertisement

প্রথম থেকেই এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না দেওয়ার কথা জানিয়েছিলেন আমির। যদিও তার জন্য নানা কটাক্ষ তাঁর দিকে ধেয়ে এসেছে। তবে সিনেমার স্বার্থে আর দর্শক যাতে সিনেমাহলে এসে ছবি দেখেন সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির যা অবশ্য প্রশংসা করেছেন অনেকেই। তবে আমির কথা দিয়েছিলেন ওটিটির বদলে তাঁর প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই তা হয়েছে। আমিরের ওই ইউটিউব চ্যানেলে ১০০ টাকা পে-পার ভিউ হিসাবে এই ছবি দেখতে পাচ্ছেন দর্শক।

 

উল্লেখ্য, ৮০ কোটি টাকার বাজেটের এই ছবি মাত্র চার দিনেই বিশ্বব্যাপী বক্সঅফিস কালেকশন পেরিয়েছিল ১০০ কোটি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল এই স্পোর্টস ড্রামা। ছবিতে আমিরকে দেখা গিয়েছে একজন বাস্কেটবল কোচ হিসাবে। ছবিতে আমিরের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া ডিসুজাও। এছাড়াও এই ছবিতে অভিষেক ঘটেছে দশজন বিশেষভাবে সক্ষম অভিনেতা ও অভিনেত্রীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের জুন মাসে মুক্তিপ্রাপ্ত আমির খানের ছবি 'সিতারে জমিন পর' বড়পর্দায় ম্যাজিক সৃষ্টি করেছে।
  • এই ছবির প্রশংসায় মুখর হয়েছে সব মহল। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে এই ছবি দেখলেন মিস্টার পারফেকশনিস্ট।
  • ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। যা দেখে মুগ্ধ আমির অনুরাগীরা।
Advertisement