সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল, আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে 'ইক্কিস'। ধর্মেন্দ্রর শেষ সিনেমা। অতঃপর অনুরাগীরা যে শেষবারের মতো বড়পর্দায় 'হি-ম্যান' ম্যাজিক দেখার জন্য মুখিয়ে ছিলেন, তা বলাই বাহুল্য। তবে রিলিজের এক সপ্তাহ আগেই মন খারাপের খবর! 'ধুরন্ধর'-এর দাপটে পিছিয়ে গেল সিনেমার রিলিজ। আদিত্য ধরের হাইভোল্টেজ অ্যাকশন ছবি বক্স অফিসে এমন কাঁপন ধরিয়েছে, যার জন্য চলতি বছরে মুক্তিই পাচ্ছে না 'ইক্কিস'। রিলিজের দিনক্ষণ পিছিয়ে হয়েছে আগামী বছর ছাব্বিশ সালে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, একে দেশজুড়ে 'ধুরন্ধর' জ্বর, উপরন্তু মাথার উপর খাঁড়ার মতো ঝুলছে কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত রোম্যান্টিক সিনেমা 'তু মেরি ম্যায় তেরা'র রিলিজ। যে ছবি মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর। ওই একইদিনে ধর্মেন্দ্রর শেষ ছবি 'ইক্কিস'-এর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে জোড়া বিগবাজেট এবং তারকাখচিত সিনেমার ভয়ে চলতি বছর প্রেক্ষাগৃহের আলো দেখছে না 'হি-ম্যান'-এর সিনেমা। জানা গেল, নির্ধারিত দিনক্ষণের একসপ্তাহ বাদে আগামী ১ জানুয়ারি রিলিজ করবে 'ইক্কিস'। অতঃপর ছাব্বিশ সালের পয়লা দিনের জন্য যে এখন থেকেই দিন গোনা শুরু করবেন ধর্মেন্দ্র ভক্তরা, তা বলাই বাহুল্য।
‘হি-ম্যানে’র প্রয়াণের পর থেকেই নেটভুবনে চর্চিত তাঁর অন্তিম সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। অন্যদিকে পরমবীরচক্র সম্মানে ভূষিত অরুণ ক্ষেত্রপালের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দাকে। উল্লেখ্য, এই সিনেমার শুটিংয়ের শেষ দিনে ভারত-পাকিস্তান দুই দেশকে মিলিয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্র। কীরকম?
যেদিন জীবনে শেষবারের মতো লাইট-ক্যামেরা, অ্যাকশনের মুখোমুখি হন 'হি-ম্যান', সেদিন সেটে প্রবীণ অভিনেতাকে নিয়ে এক বিশেষ ভিডিও শুট করা হয়েছিল। সেখানেই তিনি জানান, “আমার মনে হয়, ভারত-পাকিস্তান উভয় দেশের দর্শকমহলেরই 'ইক্কিস' দেখা উচিত। আজ যেহেতু শুটিংয়ের শেষ দিন তাই আনন্দের পাশাপাশি আমার খুব দুঃখও হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও।”
