shono
Advertisement
Aamir Khan

দাদর স্টেশনে বড়া পাও বেচছেন আমির খান, নেটভুবনের প্রশ্ন, 'কেরিয়ারে এত দুর্দশা?'

'সিতারে জমিন পর' হিট করাতে আমিরের পাবলিসিটি স্টান্ট!
Published By: Sandipta BhanjaPosted: 08:50 PM Jun 09, 2025Updated: 03:58 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিত্রনাট্যের খসড়া প্রস্তুত, লোকেশন নির্বাচন থেকে সিনেমার প্রচার, সব ভূমিকাতে সমানে লড়ে যাওয়া আমির খানকে বলা হয় ‘মিস্টার পারফেকশনিস্ট’। সিনেমার প্রচার কৌশলীতে বলিউডের যে কোনও তাবড় তারকাকেও টেক্কা দেবেন আমির। এবার 'সিতারে জমিন পর' রিলিজের আগে কখনও আইপিএলের ধারাভাষ্যকর হিসেবে চমক দিচ্ছেন তো, আবার কখনও বা তাঁকে দেখা যাচ্ছে ফুটপাতের দোকানির ভূমিকায়। এবার দাদর স্টেশন থেকে ভাইরাল আমিরের বড়া পাও বিক্রি করার ভিডিও।

Advertisement

সেই ভিডিওতেই দেখা গেল, পরনে জিন্স, টি শার্ট। হাসিমুখে রকমারি চাটনি সহযোগে বড়া পাও বানাচ্ছেন আমির। আবার ধন্দে পড়ে জিজ্ঞেসও করলেন, এটা লঙ্কার চাটনি না? একটা লঙ্কা দিচ্ছি বড়া পাওতে। এদিকে বলিউড তারকাকে ফুটপাতে দোকান সামাল দিতে দেখে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা। আমিরের সঙ্গে সেলফি তোলার জন্যও আবার হিড়িক পড়ে যায়। এদিকে ভাইরাল ভিডিও ঘিরে নেটপাড়ার একাংশ আবার তারকার ফ্লপ ফিল্মি কেরিয়ারের প্রসঙ্গও টেনে আনেন। তাঁদের কথায়, কেরিয়ারে এত দুর্দশা! কেউ বলছেন, আমির খান একের পর এক যেভাবে ফ্লপ সিনেমা উপহার দিচ্ছেন, তাতে কোনওদিন যদি সত্যিই পেশা হিসেবে বড়া পাও বিক্রেতা হন, তাহলেও অবাক হব না। কেউ কেউ আবার আমিরের হাতের গ্লাভস নিয়েও কটাক্ষ করেন। সেই ভিডিও দেখে একাংশ মনে করিয়ে দিলেন, সিনেমার প্রোমোশনের আগে এসব আমির করেই থাকেন। সবমিলিয়ে আমিরের বড়া পাও বিক্রির ভিডিও নিয়ে তোলপাড় নেটভুবন।

শেষ ৮ বছরে ‘হিট’-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে গিয়েছে। বহু পরিশ্রমের ফসল ‘ঠাগস অফ হিন্দোস্তান’ দিয়ে ডুবেছিলেন। আর ‘লাল সিং চাড্ডা’ও ফেরাতে পারেনি তাঁর কপাল। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পরেছেন আমির খান। বর্তমানে লাইমলাইটের আড়ালেই থাকতে পছন্দ করেন। সেদিনের অনুষ্ঠানে আমির অকপটেই স্বীকার করে নেন যে, ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অবসাদে ভুগতে শুরু করেন তিনি। কেরিয়ার থেকে ব্রেকও ঘোষণা করেছিলেন। ‘ব্রেক কে বাদ’ এবার 'সিতারে জমিন পর' নিয়ে ফিরতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট। আর সেই ছবির প্রচারেই নিত্যদিন তাক লাগাচ্ছেন আমির খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাদর স্টেশন থেকে ভাইরাল আমিরের বড়া পাও বিক্রি করার ভিডিও।
  • হাসিমুখে রকমারি চাটনি সহযোগে বড়া পাও বানাচ্ছেন আমির।
  • এদিকে ভাইরাল ভিডিও ঘিরে নেটপাড়ার একাংশ আবার তারকার ফ্লপ ফিল্মি কেরিয়ারের প্রসঙ্গও টেনে আনেন।
Advertisement