সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার! কপাল ফেটে গলগলিয়ে বেরচ্ছে রক্ত। চোখে প্রতিশোধের আগুন নিয়ে সীমান্তে 'উর্দিধারী' সলমন খান। জন্মদিনে 'ব্যাটেল অফ গালওয়ানে'র (Battle Of Galwan Teaser) পয়লা ঝলকেই মহাচমক দিলেন ভাইজান। কথা দিয়েছিলেন, 'রিটার্ন বার্থডে গিফট' দেবেন। ২৭ ডিসেম্বর, শনিবার, সেই প্রতিশ্রুতি মতোই প্রকাশ্যে আনলেন বহু প্রতীক্ষিত সিনেমার টিজার। যে ছবি তৈরি হয়েছে বছর পাঁচেক আগের ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে।
'ব্যাটেল অফ গালওয়ানে'র পয়লা ঝলক শুরুই হল বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনি নিয়ে 'কর্নেল বিকুমল্লা' রূপী সলমন আছড়ে পড়লেন লাদাখ উপত্যকার চিন সীমান্তে। যেখানে এক গাছের গুড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা গেল ভাইজানকে! টিজারের একেবারে শেষপাতে বলিউড সুপারস্টারের কণ্ঠে শোনা গেল, 'মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই...'। এহেন রগরগে সংলাপে কোথাও বিষ্ণোই গ্যাংকেই চ্যালেঞ্জ ছুড়লেন না তো সলমন? টিজার দেখে এমনটাই অনুমান ভাইজান ভক্তদের। আর জন্মদিনে সুপারস্টারের এহেন অবতার দেখে অনুরাগীদেরও অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! তাঁদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটির উপর ব্যবসা করবেই। সঙ্গে উপরি পাওনা হিসেবে জানা গেল রিলিজের দিনক্ষণ। 'ব্যাটেল অফ গালওয়ান' মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ১৭ এপ্রিল।
২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সলমন খানের ‘ব্যাটল অফ গালওয়ান’। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। যিনি সেসময়ে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য মাস দুয়েক আগে থেকে আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিলেন সলমন খান। নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। ভাইজানের সেই কসরত বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকমহল।
‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার শেয়ার করেই মহাচমক দিলেন সলমন। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। উল্লেখ্য, বছর খানেক ধরেই মন্দা বাজার ভাইজানের, এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তাঁর আগামী ছবির ঝলক দেখে তেমনটাই অনুমান একাংশের।
