সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই বাপের বাড়ি থেকে চোখে জল নিয়ে বেরতে দেখা গিয়েছিল আমিরকন্যা ইরা খানকে। সেই ক্যামেরাবন্দি দৃশ্য ভাইরাল হতেই জল্পনার সূত্রপাত, ষাট বছর বয়সে বাবার নতুন প্রেমিকা কিংবা বিয়ের জল্পনা মেনে নিতে হয়তো মেনে নিতে পারেননি তিনি। অনেকের অনুমান, আমিরের নতুন সম্পর্ক নিয়েই হয়তো পরিবারে অশান্তি! সত্যিই কি তাই? জল্পনার আবহেই এবার মুখ খুললেন আমিরের দিদি নিখাত খান।

ষাট বছর বয়সে নতুন করে প্রেমে পড়েছেন আমির খান। সদ্য নিজের জন্মদিনের পার্টিতে লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে শতহস্ত দূরে থাকা লাস্যময়ী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছেন আমির খান। তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট বর্তমানে ‘টক অফ দ্য টাউন’। বিশেষ করে নামের জেরেই বর্তমানে চর্চার শিরোনামে বেঙ্গালুরুর পাঁচতারা স্যাঁলোর মালকিন। এক সন্তানের মা তিনি। মিস্টার পারফেকশনিস্ট নিজেই জানিয়েছেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সহবাসের কথা। আমিরের (Aamir Khan) প্রেমের খবরে যখন সরগরম বলিপাড়া, ইতি-উতি ‘প্রৌঢ়’ সুপারস্টারকে নিয়ে চটুল খবর রটছে, সেই আবহেই মিস্টার পারফেকশনিস্ট-এর দিদি নিখাত জানালেন নতুন স্ত্রী হিসেবে পরিবার কি মেনে নেবে গৌরীকে? রিনা দত্ত, কিরণ রাও দুই পক্ষেরই সন্তান রয়েছে, তাঁদের কী মত?
নিখাত জানালেন, "আমরা খুব খুশি আমির আর গৌরীর জন্য। কারণ ওঁরা দুজনেই খুব ভালো মানুষ। আর আমাদের পরিবারের সকলেই চায় ওঁরা সারাজীবন একসঙ্গে ভালো থাকুক।" সম্প্রতি মালয়ালি সিনেমা 'এল২: এমপুরান' সিনেমার প্রিমিয়ারে গিয়েই ভাইয়ের নতুন প্রেম নিয়ে মুখ খোলেন নিখাত। অতঃপর খান পরিবার যে গৌরী স্প্র্যাটকে নিয়ে বেশ খুশি, সেটা স্পষ্ট করে দিলেন তিনি। উল্লেখ্য, বিচ্ছেদের পরও প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে আমিরের। কোনও মান-অভিমানের পালা নেই। একে-অপরের পাশে থাকেন। সেই পরিবারেরই 'নতুন সদস্য' হিসেবে তাঁরা মেনে নিয়েছেন গৌরীকে।
মার্চের ১৩ তারিখ মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেখানেই ফটোশিকারিদের মুখোমুখি হয়ে ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা শুনে লাজে রাঙা হয়ে গিয়েছিলেন অভিনেতা। তবে আমিরের পরিবারের সকলে, এমনকী প্রাক্তন দুই স্ত্রীও গৌরীকে মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে। সেই ছবি ধরাও পড়েছে প্রাক্তন ক্রিকেটার ইরফান খানের জন্মদিনের পার্টিতে। আমিরের প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে দেখা গিয়েছিল নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকেও।