shono
Advertisement
Aamir Khan

গুরু নানকের বেশে নিজেকে দেখে রেগে কাঁই আমির খান, বিতর্কিত ছবি 'ভুয়ো', জানাল টিম

শিখ সম্প্রদায়ের রোষানলে পড়ে কী জানাল আমিরের টিম?
Published By: Sandipta BhanjaPosted: 08:12 PM Apr 28, 2025Updated: 08:12 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরু নানকের অবতারে ভাইরাল আমির খানের ছবি। সোশাল মিডিয়ায় সেই ছবি ঘিরে বিতর্কও তুঙ্গে। ধর্মনিরপেক্ষ আমিরকে নাম-পদবীর জেরে কটাক্ষ করতেও পিছপা হননি অনেকে। যাবতীয় বিষয় নজরে পড়তেই নাকি বেজায় বিরক্ত হয়েছেন আমির। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে, অবশেষে ভাইরাল ছবি ঘিরে মুখ খুলতে বাধ্য হল আমির খানের টিম।

Advertisement

'লাল সিং চাড্ডা'র ব্যর্থতার পর সিনেমার পর্দা থেকে দূরে আমির খান। বরং 'মিস্টার পারফেকশনিস্টে'র ব্যক্তিগতজীবন অনেক বেশি লাইমলাইটে। ষাটের সুপারস্টারের জীবনে নতুন করে ধরা দিয়েছে প্রেম। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপও করিয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে, লাগাতার ফ্লপ পিচ থেকে উঠতে এবার 'তারে জমিন পর'-এর সিক্যুয়েল ছবি নিয়ে ব্যস্ত আমির। এছাড়াও, মহাভারতকে সিনেপর্দায় নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এসবের মাঝেই গুরু নানকের বেশে ভাইরাল আমির খানের একটি ছবি। স্বাভাবিকভাবেই, দর্শক-অনুরাগীরা নেটপাড়ায় কৌতূহল উজার করে দিয়েছেন, তাহলে কি আমিরকে শিখ ধর্মের প্রবর্তকের ভূমিকায় দেখা যাবে? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। একাংশ আবার কৃত্তিম বুদ্ধিমত্তায় তৈরি এই ছবি দেখে বেশ চটেছেন। ভাইরাল ছবি ঘিরে বিতর্ক শুরু হতেই শেষমেশ সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলল আমির খানের টিম।

অভিনেতার টিমের তরফে এক অফিশিয়াল বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, "গুরু নানকের বেশে আমির খানের যে পোস্টার ভাইরাল হয়েছে, তা সর্বৈব ভুয়ো এবং কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এরকম কোনও প্রজেক্টে কাজ করছেন না আমির খান। তাছাড়া উনি নিজেও শিখ গুরু নানককে ভীষণ শ্রদ্ধা করেন, তাই গুরু নানকের অসম্মান হয়, এমন কোনও কাজ তিনি করবেন না। দয়া করে এসব ফাঁদে পা দেবেন না।" এই ছবির নিন্দা করেছেন পাঞ্জাবের প্রবীণ বিজেপি নেতা প্রীতপাল সিং বালিয়াওয়ালও। এক্স হ্যান্ডেলে তাঁর মন্তব্য, 'গুরু নানকজির বেশে আমির খানের ভুয়ো পোস্টার এবং টিজারের তীব্র নিন্দা জানাই। এটা ইচ্ছাকৃতভাবে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত। এহেন ঘৃণ্য আক্রমণ এবং শিখ সম্প্রদায়কে উসকে দেওয়ার চেষ্টার তীব্র বিরোধিতা করছি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুরু নানকের অবতারে ভাইরাল আমির খানের ছবি।
  • ধর্মনিরপেক্ষ আমিরকে নাম-পদবীর জেরে কটাক্ষ করতেও পিছপা হননি অনেকে।
  • অফিশিয়াল বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, "গুরু নানকের বেশে আমির খানের যে পোস্টার ভাইরাল হয়েছে, তা সর্বৈব ভুয়ো।
Advertisement