সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকে একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন। নিজের মন্তব্যের কারণে একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন। এবার কলকাতার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। গায়ক জানান, বাঙালি হিসেবে গর্বিত হলেও তিনি কলকাতা নিয়ে অখুশি। 'শহরে দুষ্টু লোকের বাস!', সংবাদমাধ্যমে এমন মন্তব্যও করলেন শিল্পী।
পথিকৃৎ বসু পরিচালিত 'শাস্ত্রী' ও রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান' ছবিতে গান গাইছেন অভিজিৎ। রাজের ছবির গান তিনি গাইছেন জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে। তা নিয়ে কথা বলতে গিয়েই সংবাদমাধ্যমের কাছে কলকাতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিজিৎ। খানিক অভিমানের সুরেই যেন গায়ক ঈশ্বরকে ধন্যবাদ দেন। কারণ তিনি মুম্বইয়ে এখন রয়েছেন, কলকাতায় নয়।
[আরও পড়ুন: ‘সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কেরিয়ারের শুরুর দিকেই…’, হেনস্তার কথা জানালেন ঋতাভরী ]
কলকাতা ভালো থাকবে কেন? এই প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, 'লাল সেলামওয়ালা'রা এসে ইন্ডাস্ট্রিকে ভাগিয়ে দিয়েছে। তার পর যাঁরা এসেছে তাঁরা টাটাকে তাড়িয়েছেন। রাজ্যবাসী তো তাঁদেরই ভোট দিয়েছেন। সেই কারণেই গায়ক মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতির দায় কলকাতাবাসীর। 'আমি বাঙালি হিসাবে গর্বিত, কলকাতাকে নিয়ে নয়', এমন কথাই বলেন তিনি। অভিজিতের দাবি, বাংলা সবসময় কেন্দ্রের বিরোধিতা করেছে। আর সেই কারণেই পরিস্থিতি এতটা খারাপ। তাঁর কথায়, 'শহরে কেবল দুষ্টু লোকের বাস।' কারণ প্রতিভাবানরা শহরের বাইরেই থাকেন।
বরাবর সোজাসাপটা কথা বলে সংবাদের শিরোনামে থাকেন অভিজিৎ ভট্টাচার্য। যার জেরে কাজের জায়গাতেও কম ভুগতে হয়নি তাঁকে! অতীতে এক ঝামেলার জন্য শাহরুখ খানের সঙ্গেও তাঁর কাজ করা বন্ধ হয়ে যায়। পরে এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিজিৎ বলেছিলেন, "আমি বহুবার সমাধান করার চেষ্টা করেছি। তবে ও খুব ব্যবসাটা বোঝে। শাহরুখ তোমাকে ব্যবহার করবে। আর নিজের কেরিয়ারের স্বার্থে তারপর তোমাকে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধাবোধ করবে না।" যদিও শাহরুখের দেশভক্তি নিয়ে বরাবর প্রশংসা করেছেন তিনি।